এইবার গ্রাহকদের দৈনন্দিন ব্যবহারের জন্য চালু করা হয়েছে BSNL এর ২৪৯ টাকার নতুন রিচার্জ প্ল্যান। এটিই হল FRC তথা ফাস্ট রিচার্জ কুপোন যা আগের মাসেই প্রোমোশনাল অফার হিসেবে নিয়ে এসেছিল টেলিকম কোম্পানি BSNL। রয়েছে ১ জিবি ডেইলি ডেটা এবং প্রতিদিনের ১০০ sms এর সাপোর্ট। এই প্ল্যানের বৈধতা ৬০ দিন। এইবার এই প্ল্যনটিতে লঞ্চ করেছে টেলিকম সংস্থা BSNL।
এই প্ল্যানে ২৯৮ STV প্ল্যানও নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানে অফারের লিস্ট অনেকটা ২৪৯ FRC প্ল্যানের জন্যই। এই প্রি পেইড প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ভয়েজ কলিংয়ের সাথেই রোজ ১ জিবি করে ডেটা অফার করা হবে। এই প্ল্যানে গ্রাহক পেতে চলেছেন প্রতিদিন ১০০ এর sms বিনামূল্যে।অন্যদকে গ্রাহক BSNL এর ২৯৮ টাকার প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এত সব অফারের সাথে পাবেন Eros Now এ ফ্রি সাবস্ক্রিপশন ও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএইবার প্রশ্ন হল, BSNL এর এই দুটি প্ল্যানে প্রতিযোগীতা অর্থাৎ Jio এ কী অফার চলছে? অন্যদিকে ২৪৯ টাকার প্ল্যানে গ্রাহক পান ২ জিবি দৈনিক ডেটার সাথে ১০০ টি ফ্রি sms এবং জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। তবে এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।