Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

JIO, AIRTEL-এর দিন শেষ? BSNL মাত্র ১৯৭ টাকায় দিচ্ছে ৭০দিন বৈধতা এবং প্রতিদিন ২ জিবি ডাটা

আজকাল বেশির ভাগ কাজই ফোনের মাধ্যমে কড়া হয়। পড়াশোনা, কেনাকাটা বা অনলাইন পেমেন্ট ইত্যাদি যাই হোক না কেন, সব কিছুতেই ফোন ব্যবহার করা হয়। এখন যখন ফোনের মাধ্যমে সবকিছু করা…

Avatar

আজকাল বেশির ভাগ কাজই ফোনের মাধ্যমে কড়া হয়। পড়াশোনা, কেনাকাটা বা অনলাইন পেমেন্ট ইত্যাদি যাই হোক না কেন, সব কিছুতেই ফোন ব্যবহার করা হয়। এখন যখন ফোনের মাধ্যমে সবকিছু করা হয়, তখন ব্যবহারকারীদের ফোন রিচার্জ করা খুব জরুরি হয়ে পড়েছে।

অনেক টেলিকম কোম্পানি ব্যবহারকারীদের সুবিধার্থে একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে আসতে থাকে। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনার জন্য এমন একটি প্ল্যান নিয়ে এসেছি যাতে আপনি মাত্র 197 টাকার বিনিময়ে সীমাহীন ভয়েস কলিং, সীমাহীন ডেটা এবং বিনামূল্যে এসএমএসের সুবিধা পাবেন। আপনি যদি বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান তবে এই প্ল্যানের সুবিধা নিতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিএসএনএল প্রিপেইড 197 রিচার্জ প্ল্যানে 180 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এখন টেলিকম সংস্থা যেমন শুল্ক সংশোধন করছে, তেমনি এতে সুবিধাও যুক্ত করেছে। এই পরিস্থিতিতে, বিএসএনএল প্রিপেইড 197 টাকার রিচার্জ প্ল্যানটি ব্যবহারকারীদের আনলিমিটেড ভয়েস (স্থানীয় এবং এসটিডি), দৈনিক 2 জিবি ডেটা সহ সীমাহীন ডেটা, 40 কেবিপিএস পর্যন্ত নেটের গতি, দৈনিক 100 এসএমএস এবং 15 দিনের জন্য জিং মিউজির ব্যবহার করার মতো সুবিধা দেওয়া হচ্ছে।

BSNL 197 recharge plan details

বিএসএনএল এর 197 টাকার প্রিপেইড প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল এটি 70 দিনের বৈধতা দেয়, অর্থাৎ দুই মাসেরও বেশি ব্যালিডিটি। বিএসএনএল ব্যবহারকারীরা 70 দিনের মেয়াদে 15 দিনের জন্য সীমাহীন ডেটা, ভয়েস এবং 100 টি এসএমএস-এর দৈনিক সুবিধা পাবেন। উল্লেখ্য, পনেরো দিনের জন্য ফ্রিবি সুবিধার পর ভয়েস, ডাটা ও এসএমএস বেস ট্যারিফের মতোই চার্জ করা হবে। আপনি যদি এই অফারটি নিতে চান তবে সহজেই বিএসএনএল অ্যাপ বা ওয়েবসাইটে এই অফারের সম্পূর্ণ তথ্য পরীক্ষা করতে পারেন।

About Author