বিশ্বে করোনার কবলে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে আমেরিকাতে। আমেরিকাতে মৃত্যু হয়েছে ৭১ হাজার ৭৮ জনের। আমেরিকার পরেই মৃতের সংখ্যার নিরিখে স্থান ছিল ইউরোপীয় দেশ ইতালিতে। সেখানে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। কিন্তু এখন ইতালিকেও মৃতের সংখ্যার নিরিখে ছাড়িয়ে গেল ব্রিটেন। ব্রিটেনে মোট করোনাতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০১ জন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowব্রিটেনে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ২৪৩ জন। ব্রিটেনের জনসংখ্যার হার ইতালির থেকে ১০ শতাংশ বেশি। পরিসংখ্যান অনুযায়ী ব্রিটেনের অনেক আগেই ইতালিতে সংক্রমণ ঘটেছিল। খুব কম সময়ের মধ্যেই ব্রিটেনে এরকম মারাত্মক আকারে সংক্রমণ ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুব অল্প সময়ের মধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে ব্রিটেনে।
বিশেষজ্ঞরা বলছেন যে, যে কোনো দেশের পরিসংখ্যানের তুলনা করার আগে সেই দেশের জনঘনত্ব, বয়স এগুলি আগে বিচার করা প্রয়োজন। সূত্রের খবর অনুযায়ী ব্রিটেনের তুলনাতে ইতালিতে টেস্টিং বেশি পরিমানে করা হয়েছে।