Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অস্ট্রেলিয়ায় জন্মালে বিরাটের সন্তান সেখানে খেলতে পারত, মশকরা ব্রেট লি-র

অ্যাডিলেড: ক্রিকেট বিশ্বে কান পাতলে শুনতে পাবেন যে, এখন একটাই খবর নিয়ে হৈচৈ হচ্ছে। আর সেটি হল, বিরাট কোহলি বাবা হতে চলেছেন। চলতি বছরের মাঝের দিকে বাবা মা হওয়ার কথা…

Avatar

অ্যাডিলেড: ক্রিকেট বিশ্বে কান পাতলে শুনতে পাবেন যে, এখন একটাই খবর নিয়ে হৈচৈ হচ্ছে। আর সেটি হল, বিরাট কোহলি বাবা হতে চলেছেন। চলতি বছরের মাঝের দিকে বাবা মা হওয়ার কথা ঘোষণা করেন বিরাট-অনুষ্কা। তারপর থেকেই আসন্ন কোহলিকে নিয়ে ক্রিকেটমহলে এখন থেকেই উত্তেজনা অন্ত নেই। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেই ফেলেন, বিরাটের সন্তান অস্ট্রেলিয়ায় জন্মালে এই দেশের নাগরিক হত।আর এবার ব্রেট লি বলে বসলেন আরও এক মজাদার কথা। তিনি বলেছেন, বিরাট সন্তান যদি অস্ট্রেলিয়ায় জন্মাতো, তাহলে সে অস্ট্রেলিয়ার হয়েও খেলতে পারত। এভাবেই মশকরা করেছেন কিংবদন্তি এই প্রাক্তন অজি ক্রিকেটার।

এই মুহূর্তে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছে ভারত। আর এই টেস্ট খেলেই দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। তিনি উপভোগ করবেন পিতৃকালীন ছুটি। অবশ্য তাঁর এই ছুটি নিয়ে ক্রিকেটমহল দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। একাংশ এই সিদ্ধান্তকে যেমন সমর্থন জানিয়েছে, আবার অন্য এক অংশ তীব্র সমালোচনা করেছে। অনেকের মতে অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ববোধ আরও বেশি হওয়া উচিত ছিল। কিন্তু অনেকেই আবার বিরাটের পাশে দাঁড়িয়ে বলেছেন, দিনের শেষে বিরাট কোহলি নিজেও একজন মানুষ। তাঁরও একটা ব্যক্তিজীবন রয়েছে। তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত তিনিও উপভোগ করতে চান। এটা ভুল নয়। এমন সময় অ্যাডিলেডের টেস্ট চলাকালীন ব্রেট লি বলে বসেছেন, বিরাটের ছেলে হোক বা মেয়ে, সে অস্ট্রেলিয়ায় জন্মাতে পারতো। তাহলে তাকে ব্যাগি গ্রিন পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখতে পারত গোটা বিশ্ব। এভাবেই মশকরা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author