Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BREAKING: সারদার পর রোজভ্যালি, আজই রাজীবকে ডাকল সিবিআই!

রাজীব ঘোষ : সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার পর সিবিআইয়ের তরফে রোজভ্যালিকান্ডে জেরা করার জন্য আজই বৃহস্পতিবার সিবিআইয়ের দফতরে ডেকে পাঠিয়েছে।কিন্তু সিআইডির অফিসাররা সিবিআইয়ের দফতর সিজিও…

Avatar

রাজীব ঘোষ : সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার পর সিবিআইয়ের তরফে রোজভ্যালিকান্ডে জেরা করার জন্য আজই বৃহস্পতিবার সিবিআইয়ের দফতরে ডেকে পাঠিয়েছে।কিন্তু সিআইডির অফিসাররা সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে গিয়ে জানিয়েছেন, রাজীব কুমার আজ হাজিরা দিতে পারবেন না।সারদাকাণ্ডে রাজীবকে শিলংয়ে নিয়ে গিয়ে জেরা করে সিবিআই।রাজীব কুমার সিবিআইয়ের গ্রেফতারি এড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সুপ্রিম কোর্টের বিচারপতি রাজীবের গ্রেফতারির উপর স্হগিতাদেশ দেন।সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ফের সেই স্হগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেন।তবে শীর্ষ আদালত তার সেই মেয়াদ বাড়ান নি।তখন তিনি বারাসত আদালতে পুনরায় গ্রেফতারির উপর স্হগিতাদেশ দেওয়ার জন্য আবেদন জানান।তার আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় সেটা আদালতে গৃহীত হয় নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর মধ্যে সিবিআই রাজীব কুমারকে আবার জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ দেয়।বারানসীতে ছুটিতে আছেন বলে সেই সময় রাজীব কুমার হাজিরা দেননি।এরপর রাজীব কুমার কলকাতা হাইকোর্টে আবেদন করেন।হাইকোর্টের বিচারপতি আশা অরোরার সিঙ্গেল বেঞ্চ গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্হগিতাদেশ দেয়।তার মধ্যে এদিন সিবিআই রাজীব কুমারকে জরুরী তলব করে।

রোজভ্যালির তদন্তের জন্য তাকে বৃহস্পতিবার সিবিআইয়ের দফতরে হাজির হবার নোটিশ জারি করে।কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে রোজভ‍্যালিকান্ডে সিবিআই জেরা করার জন্য আজই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়।যদিও তিনি উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন।

About Author