Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আটকে গেলো ব্রাজিল!

বিশ্ব ফুটবলে ফের ঘটলো অঘটন রাত টা ঠিক ঠাক কাটলো না বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অগুনিত ব্রাজিল সমর্থক দের। মাচুপিচুর দেশের কাছে মাথা নোয়াতে হলো সাম্বা দের। ফিফা আন্তর্জাতিক…

Avatar

বিশ্ব ফুটবলে ফের ঘটলো অঘটন রাত টা ঠিক ঠাক কাটলো না বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অগুনিত ব্রাজিল সমর্থক দের। মাচুপিচুর দেশের কাছে মাথা নোয়াতে হলো সাম্বা দের। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বুধবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে ১-০ গোলে ব্যবধানে হেরে গেছে তারা।

শুরুতে নেইমার-কাসেমিরো বিহীন একাদশ মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। দ্বিতীয়ার্ধে গোলের আশায় নেইমার, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়োদের নামিয়েও শেষরক্ষা হয়নি ব্রাজিলের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জয় তো আসেইনি, বরং ৮৫ মিনিটের গোলে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। ইয়োশিমার ইয়োটানের ক্রসে মাথা ছুঁইয়ে পেরুর পক্ষে একমাত্র গোলটি করেন লুইস আবরাম। এই জয়ের ফলে আন্তর্জাতিক ফ্রেন্ডলি তে ব্রাজিল রক্ষণের ফাঁকফোকর বেড়িয়ে গেলো যা নিয়ে চিন্তিত হতেই হবে কোচ তিতে কে।

About Author