Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃষ্ণার্ত সাপকে জল খাইয়ে দিচ্ছেন একজন বনদফতরের অফিসার, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি - 'কেউটে' যে শব্দটি শুনলেই একেবারে ভয়েতে জবুথবু অবস্থা হয়, সে কেউটেকেই নাকি জল খাইয়ে দিচ্ছেন একজন বনদফতরের অফিসার। শুনলে যেন ঘটনাটি একেবারেই বিশ্বাসযোগ্য বলে মনে হয়না। কিন্তু…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – ‘কেউটে’ যে শব্দটি শুনলেই একেবারে ভয়েতে জবুথবু অবস্থা হয়, সে কেউটেকেই নাকি জল খাইয়ে দিচ্ছেন একজন বনদফতরের অফিসার। শুনলে যেন ঘটনাটি একেবারেই বিশ্বাসযোগ্য বলে মনে হয়না। কিন্তু এমন ঘটনা যদি চোখের সামনে ভিডিও দেখেন তাহলে তো বিশ্বাস করতেই হবে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একজন আইএএস অফিসার, যার নাম আওয়ানিস সরণ। ভিডিওটি পোস্ট করে তিনি লিখে দেন, এমন ভিডিও কেউ কোনদিন আগে দেখেননি। ভিডিওটি শুরুতেই দেখা যাচ্ছে, সেই বনদফতরের অফিসার একটা জলের বোতল নিয়ে চলে গেছেন একটা ফণা তুলে রাখা কেউটে সাপের কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বোতলের জল মুখের কাছে নিয়ে যেতেই সাপটি চুমুক চুমুক দিয়ে খেয়ে নিচ্ছে সেই জল। ভিডিওটি দেখতে গেলে গায়ে কাঁটা দেবে, একথা নিশ্চিত ভাবে বলা যায়। কেউটের মতন ভয়ংকর সাপকে জল খাওয়ানো তার মুখের কথা নয়। তবে অভিজ্ঞ মানুষ ছাড়া এমনটা করা কোন ভাবেই ঠিক নয়। যিনি এই সাপটিকে জল খাওয়াচ্ছেন, তাকে দেখেই মনে হচ্ছে তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত। না হলে কেউটে সাপের সঙ্গে এমন ভাবে সম্পর্ক স্থাপন কোনো ভাবেই সম্ভব নয়।

About Author