Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ১০ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন ব্র্যান্ড নিউ Honda Shine, ইএমআই অনেকটাই কম

দেশে কমিউটার সেগমেন্টের বাইকের চাহিদা সবসময় কিছুটা বেশি থেকে এসেছে। যে সমস্ত কোম্পানি এই সেগমেন্টের বাইক তৈরি এবং বিক্রি করেন তাদের একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে ভারতীয় মার্কেটে। এরকমই একটি কোম্পানি…

Avatar

দেশে কমিউটার সেগমেন্টের বাইকের চাহিদা সবসময় কিছুটা বেশি থেকে এসেছে। যে সমস্ত কোম্পানি এই সেগমেন্টের বাইক তৈরি এবং বিক্রি করেন তাদের একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে ভারতীয় মার্কেটে। এরকমই একটি কোম্পানি হল Honda Motors। সম্প্রতি এই কোম্পানিটি এই সেগমেন্টে একটি নতুন বাইক নিয়ে হাজির হয়েছে। এই নতুন বাইকের নাম দেওয়া হয়েছে Honda Shine 100। এই বাইকটি আদতে ১২৫ সিসি Honda Shine এর একটি হালকা সংস্করণ। এটি বাজারে বাজাজ প্লাটিনা, হিরো এইচএফ ডিলাক্স এবং হিরো স্প্লেন্ডার প্লাস এর মত বাইকের সাথে প্রতিযোগিতা করতে পারে।

হোন্ডা কোম্পানিটি এই কমিউটার বাইকটি ৬৪,৯০০ টাকার প্রারম্ভিক মূল্যে বাজারে নিয়ে এসেছে। এই বাইকের অন রোড প্রাইস ৭৭,৬৯৯ টাকা। ৭৭ হাজার টাকার বাজেট না থাকলে আপনি এই এই বাইকটি কিনতে পারেন একটি আকর্ষণীয় প্ল্যান ব্যবহার করে। এই নিয়েই আমরা এই প্রতিবেদনে কথা বলব। এই আকর্ষণীয় প্ল্যান ব্যবহার করলে আপনি খুব সহজে ১০,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে এই বাইকটি কিনতে পারেন। বাকি ৬৭,৬৯৯ টাকা আপনি ব্যাংকের থেকে লোন হিসাবেও গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ৯.৭ শতাংশ হারে সুদ দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, তিন বছরের জন্য আপনারা এই ঋণ পেয়ে যাবেন। এই সময়ের মধ্যে আপনাকে প্রতি মাসে ২,১৭৫ টাকা করে মাসিক ইএমআই জমা দিতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটি সর্বাধিক ৭.৩৮ bhp সত্যি উৎপন্ন করতে পারে এবং ৮.০৫ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এর সাথে আপনি পাবেন একটি ৪স্পীড গিয়ার বক্স। এই বাইকের মাইলেজ এর ব্যাপারে কথা বললে, এই বাইকটি আপনাকে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। পাশাপাশি এই বাইকটি ARAI সার্টিফিকেশন পেয়েছে।

About Author