সাম্প্রতিক এই ঝলকে একাই লাঞ্চ ডেটে যেতে দেখা গিয়েছে তাকে। এদিন রেস্তোরাঁয় প্রবেশ করার আগেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পরেছিলেন তিনি। হাসিমুখে দিয়েছিলেন পোজও। এদিন অভিনেত্রী ডিপ নেকলাইন কাটিং ও ব্যাকলেস নীল-সাদা পোশাকেই ছিলেন তিনি। টপনটে নিয়েছিলেন নিউড মেকাপও। তাকে দেখে সিস্টেম হ্যাং হয়ে গিয়েছিল পাপারাজিৎদেরই, সেকথাও বলতে শোনা গিয়েছে তাদের। রেস্তোরাঁয় প্রবেশের আগে হাত মিলিয়েছিলেন সেখানকার সিকিউরিটির সাথে, তুলেছিলেন ছবিও। আপাতত, সেই সমস্ত কিছুর ঝলক পাপারাজিৎদের সূত্র ধরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।View this post on Instagram
Poonam Pandey: ব্রা-লেস লুকে হাজির পুনাম পাণ্ডে, ভিডিও দেখে নিঃশ্বাস ফেললেন ভক্তরা
পুনাম পাণ্ডে এই মুহূর্তে মিডিয়াতে বেশ ভালই চর্চায় রয়েছেন। বেশ কিছুসময় আগে কঙ্গনা রানাউতের 'লক আপ'এও দেখা মিলেছিল এই অভিনেত্রীর। শেষপর্যন্ত এই রিয়্যালিটি শোতে ছিলেন তিনি। এই শোয়ের হাত ধরেই…

আরও পড়ুন