Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BPL Ration Card: রেশনের সাথে এত টাকা দেবে সরকার, সরাসরি আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

করোনার সময় সরকারের পক্ষ থেকে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সেই ধারা বজায় রেখে সরকার এখনও জনগণকে বিনামূল্যে রেশন দিচ্ছে। আপনিও যদি রেশন পরিষেবার সুবিধা নিয়ে থাকেন, তাহলে আজকের এই…

Avatar

করোনার সময় সরকারের পক্ষ থেকে গরিবদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। সেই ধারা বজায় রেখে সরকার এখনও জনগণকে বিনামূল্যে রেশন দিচ্ছে। আপনিও যদি রেশন পরিষেবার সুবিধা নিয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই ভালো করে পড়ে নিন। সম্প্রতি কর্ণাটক সরকার ‘অন্ন ভাগ্য’ প্রকল্পের অধীনে গরিব পরিবারগুলিকে সাহায্য করার জন্য একটি নতুন পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পের আওতায়, গরিবি সীমার নিচে BPL বসবাসকারী বা BPL রেশন কার্ডধারী পরিবারগুলি প্রতি মাসে ১৭০ টাকা এবং ৫ কেজি অতিরিক্ত চাল পাবে।

এই প্রকল্পের অধীনে থাকা পরিবারের মুখিয়ার আধার নম্বরের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ১৭০ টাকা জমা করা হবে। আপনাদের জানিয়ে রাখি যে প্রায় ১.২৮ কোটি মানুষ ‘অন্ত্যোদয়’ প্রকল্পের মাধ্যমে এই সুবিধা পাবে। বর্তমানে ৯৯% বা ১.০৬ কোটি ‘অন্ত্যোদয়’ beneficiaries-এর আধার নম্বর এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট ‘অন্ত্যোদয়’ প্রকল্পের সাথে যুক্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৭০ টাকা ছাড়াও ‘অন্ন ভাগ্য’ প্রকল্পের অধীনে BPL পরিবারগুলি প্রতি মাসে ১০ কেজি চাল পাবে। কেন্দ্র সরকার ৫ কেজি এবং কর্ণাটক সরকার ৫ কেজি চাল সরবরাহ করবে। আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট ‘অন্ত্যোদয়’ প্রকল্পের সাথে যুক্ত নয়, তারা এফসিআই থেকে ৫ কেজি চাল বিনামূল্যে পেতে থাকবে। বর্তমানে ২২ লক্ষ BPL পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না কারণ তাদের আধার নম্বর তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত নেই। এই প্রকল্পের লক্ষ্য BPL পরিবারগুলিকে খাদ্য নিরাপত্তা প্রদান করা। এই পদক্ষেপের মাধ্যমে কর্ণাটক সরকার রাজ্যের গরিব মানুষদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছে।

About Author