Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: স্ত্রী ভেবে ভুল করে মায়ের সঙ্গেই রোম্যান্টিক তরুণ, ভিডিও দেখে হাসিতে ফেটে পড়ল নেট দুনিয়া

সোশ্যাল মিডিয়াতে একটি নতুন মজার ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে একটি ছেলে একটা অদ্ভুত ভুল করে ফেলেছে। এই ভাইরাল ভিডিওটি @imsachi_sahu ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে…

Avatar

সোশ্যাল মিডিয়াতে একটি নতুন মজার ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে একটি ছেলে একটা অদ্ভুত ভুল করে ফেলেছে। এই ভাইরাল ভিডিওটি @imsachi_sahu ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে যেখানে ভুল বোঝাবুঝির একটা অদ্ভুত উদাহরণ রয়েছে এবং তারপর একটা অনাকাঙ্ক্ষিত পরিণতিও রয়েছে। এই ভিডিওর শুরুতে রয়েছে একটা সাধারণ অনুরোধ এবং শেষে একেবারেই হাস্যকর একটা বোকামি হয়ে উঠেছে সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে করা কাজগুলো।

কি ঘটেছে এই ভিডিওতে?

এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, “তুমি কি করছ?” অন্যদিকে, স্ত্রী উত্তর দিচ্ছেন, “এইতো রান্নাঘরে কাজ করছি।” স্বামী তখন বলছেন, “একটু এদিকে এসো, আমার মাথায় মলম লাগিয়ে দাও, আমার মাথা ব্যাথা করছে।” তার প্রত্যুত্তরে স্ত্রী বলছেন, “হ্যা আসছি এক্ষুনি।” আর এরপরেই ঘটেছে সেই মজার ঘটনা।স্বামীর দিকে যাওয়ার পথেই হঠাৎ স্ত্রীর সঙ্গে দেখা হয় তার শাশুড়ির অর্থাৎ, সেই ছেলেটির মায়ের। তখন স্ত্রী বলেন, “মা, আপনি আপনার ছেলের মাথায় এই মলমটা লাগিয়ে দিন। ওর মাথা যন্ত্রণা করছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বামীর ভুল বোঝা ও বিপাকে পড়া

অন্যদিকে, স্বামী কিন্তু একেবারেই ঠিক ছিলেন, বরং তিনি তার স্ত্রীর সঙ্গে রোম্যান্স করার জায়গা খুঁজছিলেন কিন্তু কোনভাবেই পাচ্ছিলেন না। তাই তিনি তার স্ত্রীকে তার মাথা ব্যথার অছিলায় ঘরে ডেকেছিলেন। কিন্তু সেখানে তার মা চলে আসায় সমস্যা হয়ে যায়। ছেলেটি বুঝতে না পেরে তার মায়ের সঙ্গেই রোম্যান্টিক হতে চেষ্টা করে, আর পরক্ষণেই তার ভুল ভেঙে যায়। তারপর সে বুঝতে পারে সে একটা বিরাট ভুল করে ফেলেছে এবং সে ছুটে সেই ঘর থেকে পালিয়ে যায়। আর ভিডিওটি দেখে সবাই হাসিতে ফেটে পড়েন। আপনিও যদি এইরকম হাসির ভিডিও দেখতে চান, তাহলে দেখে নিন এখানেই

 

View this post on Instagram

 

A post shared by Sachi Sahu (@imsachi_sahu)

About Author