Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তরোয়াল মুখে দিয়ে ক্যাপশন রক্তের স্বাদ, ফেসবুক পোস্ট করে চরম বিতর্কে বিজেপি নেতা

একুশের বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার পর রাজ্যজুড়ে জারি হয়েছে নির্বাচনী বিধি। এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি…

Avatar

একুশের বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার পর রাজ্যজুড়ে জারি হয়েছে নির্বাচনী বিধি। এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এবারের নির্বাচন যে সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। এবারের নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই দুই রাজনৈতিক দল শেষ মুহূর্তে বেশ সাবধানী পদক্ষেপ। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার বিজেপি নেতার পোস্ট ঘিরে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে উত্তর ২৪ পরগনার বিজেপি নেতা মনস্পতি দেব সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে তীব্র বিতর্কে জড়িয়েছেন। তার ফেসবুক পোস্টে দেখা গেছে আর জিভে তরোয়াল ঠেকিয়ে বসে আছে। আর সেই ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, “রক্তের স্বাদ…. চরিত্র কিন্তু বদলাইনি।” বিজেপি নেতার এমন পোস্ট ভিড়ে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। দলীয় নেতার এমন কার্যকলাপে তীব্র অস্বস্তিতে বাংলা গেরুয়া শিবির। তরোয়াল মুখে দিয়ে ক্যাপশন রক্তের স্বাদ, ফেসবুক পোস্ট করে চরম বিতর্কে বিজেপি নেতা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরইমধ্যে তৃণমূল কংগ্রেস ওই বিজেপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। তারা ওই বিজেপি নেতা গ্রেপ্তারির দাবি জানিয়েছে। সেইসাথে তারা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে যাতে ওই বিজেপি নেতাকে তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে দেয়। তবে বিতর্কিত পোস্ট সম্বন্ধে নিজের সাফাই দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, “বহুদিন আগে বন্ধুদের সাথে আড্ডার সময় মজা করে এই ছবি তুলেছিলাম আমি। বর্তমানে ফেক প্রোফাইল থেকে আমার এই ছবি পোস্ট করা হয়েছে।”

About Author