Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

CAB বিরোধী বিক্ষোভকারীদের উপর বোমা নিক্ষেপ রায়গঞ্জে, আহত ৭

সংশোধিত নাগরিকত্ব আইন সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই উত্তরপূর্ব ভারত, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন চলছে। বিক্ষোভকারীদের টার্গেট মূলত সরকারি সম্পত্তি। নাগরিকত্ব বিলের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন…

Avatar

সংশোধিত নাগরিকত্ব আইন সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর থেকেই উত্তরপূর্ব ভারত, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন চলছে। বিক্ষোভকারীদের টার্গেট মূলত সরকারি সম্পত্তি। নাগরিকত্ব বিলের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা গত শুক্রবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে। হাওড়া, মুর্শিদাবাদে একাধিক সরকারি বাস, ট্রেন, রেল লাইন বিক্ষোভকারীদের হাতে তছনছ হয়ে গেছে।

এই অবস্থায় আজ আবার নতুন করে অশান্তি ছড়ালো রায়গঞ্জে। জানা যাচ্ছে, বুধবার বিকেলে একদল বিক্ষোভকারী রায়গঞ্জ শহরে নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরোধিতা করে বিক্ষোভ করছিল। বিক্ষোভ প্রদর্শন শেষে তারা যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের উপর হামলা চালায় একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। জানা যাচ্ছে বিক্ষোভকারীদের উপর একটি বোমা ফেলা হয় এবং গুলিও চালানো হয়। ঘটনায় একজন গুরুতর জখম ও ছয়জন আহত হয়েছেন এই ঘটনায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সবকা সাথ, সবকা বিকাশ করছেন না, সবকা সাথ, সবকা সর্বনাশ করছেন অমিত শাহ, দাবি মুখ্যমন্ত্রীর

কিছু সময় পরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন। বিক্ষোভকারীদের দাবি, তারা যখন বিক্ষোভ প্রদর্শন করে ফিরছিলেন তখন বিজেপির গুন্ডারা তাদের উপর বোমা নিক্ষেপ করে ও গুলি চালায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে গত কদিনের তুলনায় আজ অনেকটাই শান্ত CAB বিরোধী আন্দোলন। গত দুদিনের মতো আজও পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আবেদন করেছে। রেলের উপর বিক্ষোভকারীদের আক্রোশের জন্য আজও স্বাভাবিক হয়নি বহু শাখায় ট্রেন চলাচল। কিছু শাখায় দূরপাল্লার ট্রেনগুলি চললেও অধিকাংশ শাখাতেই এখনো স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল।

About Author