একদিকে কঙ্গনার মুম্বাইয়ের অফিস ভাংচুরের তোড়জোড় তুঙ্গে, পাশাপাশি কঙ্গনার আইনজীবী হাইকোর্টে নালিশ জানালে চলছে শুনানি
Maharashtra: Bombay High Court begins hearing Kangana Ranaut's plea against Brihanmumbai Municipal Corporation's (BMC) demolition drive at her property in Mumbai. https://t.co/CfSYKHoyzu
— ANI (@ANI) September 9, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, কঙ্গনার মুম্বাইয়ের অফিস বেআইনি ভাবেই কিছু অংশ তৈরি করা হয়েছে, এমনটাই জানায় বিএমসি সূত্রের খবর। এর জেরেই কঙ্গনাকে দ্বিতীয় দিনের নোটিশের মধ্যে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার পর্ব চলছে। উল্লেখ্য কঙ্গনার অনুপস্থিতেই চলছে এই কাজ। বিএমসি-র পাশাপাশি রয়েছে মুম্বাই পুলিশ। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে অফিস ভাঙ্গার কাজ। এখনও এসে পৌঁছান নি কঙ্গনা।
কঙ্গনা-শিবসেনার সংঘাত সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।