Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যেসব তারকারা সেলিব্রেট করল বিয়ের পরে প্রথম হোলি

বলিউডে কিছুদিন আগেই রীতিমত বিয়ের ফুল ফুটে উঠছিল। তা অবশ্য এখনও অব্যাহত রয়েছে। তবে ইতিমধ্যেই এসে গিয়েছে হোলি। অনেক সেলিব্রিটি আছেন যাঁদের বিয়ের পর এটাই প্রথম হোলি। তালিকায় প্রথমেই আছেন…

Avatar

বলিউডে কিছুদিন আগেই রীতিমত বিয়ের ফুল ফুটে উঠছিল। তা অবশ্য এখনও অব্যাহত রয়েছে। তবে ইতিমধ্যেই এসে গিয়েছে হোলি। অনেক সেলিব্রিটি আছেন যাঁদের বিয়ের পর এটাই প্রথম হোলি। তালিকায় প্রথমেই আছেন অভিনেতা বরুণ ধাওয়ান (varun Dhawan) ও তাঁর স্ত্রী নাতাশা দালাল (Natasha Dalal)। 24 শে জানুয়ারি কোভিড নিয়ম বিধি মেনে মাত্র পঞ্চাশ জন অতিথি ও দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছেন বরুণ ও নাতাশা। বিয়ের পর বরুণ ও নাতাশার এটাই প্রথম হোলি। এরপরেই রয়েছেন দিয়া মির্জা (Diya Mirza) ও বৈভব রেখি (Baibhab rekhi)। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ভ‍্যালেন্টাইন উইকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। দিয়া ও বৈভবের বিয়ের পর এটা প্রথম হোলি। গত বছর 25 শে ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন গওহর খান (Gauhar khan) ও জৈদ দরবার (zaid darbar)। কিন্তু কিছুদিন আগেই গওহরের বাবা মারা গেছেন। ফলে এই বছর গওহর ও জৈদ হোলি খেলবেন না বলে জানিয়েছেন যদিও এটি বিয়ের পর তাঁদের প্রথম হোলি ছিল।গত অক্টোবরে পঞ্জাবি মতে হয়েছিল ‘নেহুঁ দা বেহা’ অর্থাৎ গায়িকা নেহা কক্কর (Neha kakkar) ও গায়ক রোহনপ্রীত সিং (Rohanpreet singh) সাতপাকে বাঁধা পড়েছেন। প্রায়ই এই দম্পতি বিভিন্ন মজাদার ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন। ফলে হোলি দিনেও তাঁদের কাছ থেকে হোলি স্পেশ‍্যাল ভিডিও আশা করছে নেটদুনিয়া। নেহুঁ-রোহনের বিয়ের পর এই বছর প্রথম হোলি। নেহা-রোহনপ্রীতের বিয়ের দুই মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা (sweta)-কে বিয়ে করেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। চলতি বছর আদিত্য-শ্বেতার বিয়ের পর প্রথম হোলি। গত অক্টোবরে কাজল আগরওয়াল (Kajal agarwal) ও গৌতম কিচলু (Gautam kichlu)-র বিয়ে হয়েছে। গৌতম পেশায় বিজনেসম‍্যান। কাজল ও গৌতম বিয়ের পর এই বছর প্রথম হোলি খেলবেন।গত বছর অগষ্ট মাসে দীর্ঘদিনের প্রেমিকা মিহিকা বাজাজ (mihika bajaj)-কে বিয়ে করেন রানা দগ্গুবাত্তি (Rana Daggubatti)। তবে এই বছর তিনি ও মিহিকা করোনা পরিস্থিতির কারণে হোলির অনুষ্ঠান পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন বলে জানিয়েছেন। তবে এবার আসছে একটি নতুন ট‍্যুইস্ট। ব্যাপারটি হল, সম্প্রতি মহারাষ্ট্র সরকার হোলির একটি গাইডলাইন জারি করেছেন যার কারণে হোলি উপলক্ষ্যে কোনো জনসমাগম বা পার্টি হবে না। রাস্তায় বেরিয়ে হোলিও খেলা যাবে না। গাইডলাইন অনুযায়ী প্রত্যেককে বাড়িতে থেকে অত্যন্ত সাধারণভাবে হোলি খেলতে বলা হয়েছে। কারণ মহারাষ্ট্রে করোনা এই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে ঘোষণা করা হয়েছে আংশিক লকডাউন। তার ফলে এই বছর তারকারা বিয়ের পর তাঁদের প্রথম হোলি গ্র‍্যান্ড ভাবে সেলিব্রেট করতে অপারগ।
About Author