এ যেন নৌকাডুবি। মাঝ নদীতে সফলতার নৌকা এসে ডুবে যাওয়া। হ্যাঁ, রাণু মণ্ডলের জীবনও অনেকটা নৌকার মত। একরাশ সফলতা, চাকচিক্য নিয়ে ভেসে উঠেছিলেন তিনি। চারিদিকে সবার মুখে শুধু রানাঘাট স্টেশনের রাণু মণ্ডলের কথা। লতা মঙ্গেস্করের গান গেয়ে উঠে আসা রাণুর ভাগ্য গিয়ে ঠেকে আরব সাগরের তীরে। কিন্তু সেখানেই উত্থান আর সেখানেই ভরাডুবি হল রাণু মণ্ডলের।
কেমন আছেন এখন রাণু? গুঞ্জনে আসছে তিনি নাকি আবার স্টেশনেই ফিরেছেন। জুটছেনা খাবার, এক কাপড়েই দিন কাটছে। তারমধ্যে বদহজম, গ্যাস, অম্বলের সমস্যা লেগেই রয়েছে। সম্প্রতি লকডাউনে কেমন ছিলেন তিনি সেটা জানতে রাণু মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন একটি সংবাদমাধ্যমের সাংবাদিকরা। সেখান থেকেই জানা যায় যে পান্তা ভাত খেয়ে সকালের খাবার খাচ্ছেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখাবার জোটানো তাঁর কাছে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এই ব্যপারে অনেকেই বলছেন যে রাণু মণ্ডলের অহংকার তাঁকে মাটিতে এনে ফেলেছে। উনি তাঁর ভক্তদের সঙ্গে একসময় দুর্ব্যবহার করেছিলেন, যার জেরে তিনি এখন লাইমলাইট থেকে অনেক ক্রোশ দূরে। হতভাগ্য রাণুর এখন একটাই প্রশ্ন, সত্যিই কি তাঁর পান্তা খেয়ে জীবন কাটানোর কথা ছিল?