সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডে এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে রয়েছে মুম্বাই পুলিশের যোগসুত্র। এমনটাই জানা গিয়েছে রিয়ার কল রেকর্ড থেকে। মুম্বাইয়ের একটি সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছে গত ২০শে জুন বান্দ্রার ডিসিপি অভিষেক ত্রিমুখে প্রথমবার রিয়াকে এসএমএস করেন। এরপরও বেশ কয়েকবার তাদের মধ্যে ফোনে কথা হয়।
এই তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। তাহলে কি মুম্বাই পুলিশ কোনোভাবে রিয়াকে বাঁচাতে চাইছে। উল্লেখযোগ্য, গত ২০শে জুন থেকে ১৮ই জুলাই পর্যন্ত বান্দ্রার ডিসিপি রিয়াকে মোট চারবার ফোন করেছেন। শুধু তাই নয় তাদের মধ্যে বিনিময় হয়েছে এসএমএসও। কিন্তু এই কথা এতোদিন পর্যন্ত সামনে আসেনি। প্রথম থেকেই মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। এই ঘটনার পর এটাই প্রমাণ হয় যে, রিয়াকে কোনোভাবে বাঁচাতে চাইছে মুম্বাই পুলিশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে, সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর বিহার পুলিশের একটি টিম তদন্ত করার জন্য মুম্বাই পৌঁছেছিল। তবে সেখানে গিয়ে দেখা মেলেনি রিয়া চক্রবর্তীর। রিয়া কোথায় আছে সেই বিষয়ে জানতে চাইলেও মুম্বাই পুলিশের তরফে জানানো হয়, সে খবর তারা জানেন না। একইসাথে রিয়াকে একবারের জন্যেও আলাদা করে জেরা করেনি মুম্বাই পুলিশ। তবে সম্প্রতি সুশান্ত আত্মহত্যা কান্ডের তদন্তভার পেয়েছে সিবিআই, এখন আসল সত্য উদঘাটনের আশায় রয়েছে গোটা দেশবাসী।