সম্প্রতি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ফুটবল তারকা রোনাল্ডো এবং অভিনেত্রী বিপাশা বসুর চুম্বনরত ছবি। না না কোনো ঘনিষ্ঠ মুহুর্ত নয়, তাদের এই ছবিটি বেশ পুরনো। অনেকদিন পর তাদের এই ছবি আবারও প্রকাশ্যে এসেছে। ছবিটি দেখার পরই নস্টালজিক হয়ে পড়েছে নেট দুনিয়া। ছবিটি তখনকার, যখন বলিউডে অন্যতম জনপ্রিয় ছিলেন বিপাশা। এর আগেও তাদের এই সুন্দর মুহুর্তটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল।
i could’ve lived without this information pic.twitter.com/X5uLs82J2l
— read daddy marx for clear skin (@urbannaxaI) July 22, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে, এই বঙ্গ কন্যা অভিনেতা জন আব্রাহামের সঙ্গে দীর্ঘদিন লিভ ইন করতেন। কিন্তু পরে কোনো কারণবশত তাদের বিচ্ছেদ হয়ে যায়।
ঠিক তার কিছুদিন পর ‘অ্যালোন’ সিনেমার শ্যুটিং থেকে সহ-অভিনেতা করণ সিং গ্রোভারের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সিনেমার সাথে সাথে বাস্তব জীবনেও তাদের রসায়ন আলোচিত হয়।
সব সমালোচনা কাটিয়ে অবশেষে খুব ধূমধাম করে সাতপাকে বাঁধা পড়েন করণ-বিপাশা। যদিও বিয়ের পর থেকেই শুরু হয় নানারকম নেতিবাচক মন্তব্য। তবে কোনো বিষয়কেই গুরুত্ব দেননি তারা। দীর্ঘ চার বছরের বৈবাহিক জীবনে বেশ ভালোই আছেন এই দম্পতি।