Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের নক্ষত্রপতন বলিউডে, প্রয়াত ‘দৃশ্যম’ পরিচালক নিশিকান্ত কামাত

ঋদ্ধিমান রায়: মাসখানেক ধরেই একের পর এক দুঃসংবাদে খারাপ সময় যাচ্ছে বলিউডের। আজ বিকেলে মৃত্যু হল অজয় দেবগণ-তাবু অভিনীত বিখ্যাত ছবি 'দৃশ্যম' এর পরিচালক নিশিকান্ত কামাতের। লিভার শিরোসিসের অসুখ হয়েছিল…

Avatar

ঋদ্ধিমান রায়: মাসখানেক ধরেই একের পর এক দুঃসংবাদে খারাপ সময় যাচ্ছে বলিউডের। আজ বিকেলে মৃত্যু হল অজয় দেবগণ-তাবু অভিনীত বিখ্যাত ছবি ‘দৃশ্যম’ এর পরিচালক নিশিকান্ত কামাতের।

লিভার শিরোসিসের অসুখ হয়েছিল তাঁর বলে জানা যাচ্ছে। গত ৩১ জুলাইয়ে পেট ও প্লীহার ব্যাথা নিয়ে ভর্তি হন হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক পরীক্ষার পর তাঁর শরীরে ক্রনিক লিভার সহ আরো কিছু সংক্রমণ লক্ষ্য ধরা পড়ে। গত ১৩ আগস্ট অবশ্য হাসপাতাল চিকিৎসকেরা নিশিকান্তকে বিপদমুক্ত বলে জানান, যদিও তিনি তখন আইসিইউ তে ভর্তি ছিলেন। আজ বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে। নিশিকান্ত কামাতের বয়স হয়েছিল পঞ্চাশ বছর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ, অজয় দেবগণ। ‘মাদারি’, ‘রকি হ্যান্ডসাম’ প্রভৃতি জনপ্রিয় ছবির পরিচালক হিসেবে কাজ করলেও ‘দৃশ্যম’ ছবিটিই তাঁর পরিচালনা জীবনে সাফল্যের মাইলস্টোন হিসেবে দেখা হয়। পাশাপাশি নিজেও বেশ কিছু হিন্দি ও মারাঠি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন নিশিকান্ত কামাত।

About Author