Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনন্যা-ঈশানের নতুন জুটি, মুক্তি পেল ‘খালি পিলি’ ছবির টিজার, দেখুন

মকবুল খান পরিচালিত এবং ঈশান খট্টর ও অনন্যা পান্ডে অভিনীত khaali peeli-র এক পাগল করা বিনোদনের পাওয়ার-প্যাকড টিজারটি রিলিজ করেছে। ২০০৫ সালে শাহিদ কপূর অভিনীত 'বাহ! লাইফ হো তো অ্যায়সি!'…

Avatar

মকবুল খান পরিচালিত এবং ঈশান খট্টর ও অনন্যা পান্ডে অভিনীত khaali peeli-র এক পাগল করা বিনোদনের পাওয়ার-প্যাকড টিজারটি রিলিজ করেছে।

২০০৫ সালে শাহিদ কপূর অভিনীত ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি!’ চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে তাঁর সিনেমা জগতে অভিষেক হয়। এরপর কিছু মুভিতে ঈশানকে দেখা যায়। ২০১৮ সালে ঈশান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘ধড়ক’ মুভিটি ব্যবসায়িক দিক থেকে সফল হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2’ তে অনন্যাকে প্রথম অভিনয়ে দেখা যায়, যদিও অভিনয়ে আসার আগে অনন্যা পাণ্ডে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ মুভিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

এইবার khaali peeli তে ঈশান খট্টরের বিপরীতে থাকছেন অনন্যা। এটি একটি টানটান উত্তেজনায় ভরা ট্যাক্সি ম্যাড রাইড মুভি। সিনেমাটি খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

About Author