বলিউডে নেমে বেশ কিছু ছবি করে ফেলেছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। এদের মধ্যে এমএস ধোনি বা কবীর সিং এর মত হিট ছবিতেও করেছেন নায়িকার ভূমিকা।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বড় বড় চমক দেন কিয়ারা। অনবদ্য লুকে শুধু নয়, পাশাপাশি বিভিন্ন এক্টিভিটিতেও নজর কাড়েন এই অভিনেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅভিনয় বা মডেলিং জগতে কেরিয়ারের পাশাপাশি ফিটনেস নিয়েও বেশ সচেতন কিয়ারা। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রবল ভাবে ভাইরাল হল অভিনেত্রীর ওয়ার্ক আউটের একটি ক্লিপ।
জিমে চিলিং ওয়ার্ক আউট করে অসাধারণ শারীরিক ক্ষমতার পরিচয় দিতে দেখা যাচ্ছে কিয়ারকে। অভিনেত্রীর পরনে স্পোর্টস ব্রা এবং রূপোলি রঙের শরীরচাপা প্যান্ট।
ফিটনেসের পাশাপাশি ওয়ার্ক আউট লুকসেও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন কিয়ারা। পোস্টটি ইতিমধ্যেই সাড়ে ৬ লক্ষ ভিউস অতিক্রম করে ফেলেছে।