Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম দিনেই বাজিমাত ‘দিল বেচারা’, সুশান্তের অভিনয়ে চোখের জল দর্শকদের

শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা 'দিল বেচারা' মুক্তির পাওয়ার পরই রেকর্ড তৈরি করেছে। হটস্টারের তরফ থেকে একটি ট্যুইট করে জানানো হয়, "এই সিনেমাটি সারাজীবন…

Avatar

শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’ মুক্তির পাওয়ার পরই রেকর্ড তৈরি করেছে। হটস্টারের তরফ থেকে একটি ট্যুইট করে জানানো হয়, “এই সিনেমাটি সারাজীবন বলিউড প্রেমীদের হৃদয়ে থাকবে। আপনাদের ভালোবাসা সিনেমাটিকে ব্লকবাস্টার বানিয়েছে।”

‘দিল বেচারা’ মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এ রয়েছে। এছাড়া ফিল্ম রিভিউ ওয়েবসাইট আইডিএমবি’র দ্বারা রেটিং পেয়েছে ৯.৮। সিনেমার অন্য মুখ্য চরিত্রে থাকা সঞ্জনা সাঙ্ঘি সমালোচক এবং দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ম্যানির চরিত্রে সুশান্তের অভিনয় এবং কিজির চরিত্রে সঞ্জনার নিরীহভাব প্রত্যেকের হৃদয় স্পর্শ করেছে। শেষ সিনেমায় সুশান্তের অভিনয় দেখে কেউই চোখের জল আটকে রাখতে পারেননি।  ‘দিল বেচারা’ এমন একটি সিনেমা যেখানে কিজি এবং ম্যানি একে ওপরের সাথে অসহায়ভাবে ভালোবাসায় আবদ্ধ। যেই প্রেম কাহিনীর কোনো পরিণতি নেই।

সিনেমাটি পরিচালনা করেছেন মুকেশ ছাবড়া। তার পরিচালিত প্রথম সিনেমা এই ‘দিল বেচারা’। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, শ্বাশ্বত চ্যাটার্জি এবং সঈফ আলি খান।

About Author