বলিউডবিনোদন

সুশান্তের মায়ের ছবি পোস্ট করলেন অঙ্কিতা

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর তার সঙ্গে স্মৃতি যেমন আগলে ধরে রেখেছে অঙ্কিতা লোখান্ডে তেমনভাবেই সুশান্তের মা ঊষা সিং রাজপুতের ছবি সযত্নে রেখে দিয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে অঙ্কিতা কেন তার মায়ের ছবির সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গেছে। সঙ্গে ক্যাপশানে লিখেছেন, “আশাকরি তোমরা দুজনেই এখন একসঙ্গে আছো?” তার এই পোস্টের সঙ্গে ক্যাপশনে বহু মানুষ তাকে সান্ত্বনা দিয়েছেন এবং তার হ্যাশট্যাগের সঙ্গে মিলিয়ে #warriors4ssr লিখেছেন।

Advertisement
Advertisement

এই পোষ্টের কমেন্ট বক্সে নেটের সঙ্গে সুশান্তের কিছু আত্মীয়স্বজনরাও কমেন্ট করেছেন। সুশান্ত দিদির শ্বেতা সিং কীর্তি লিখেছেন, “হ্যাঁ, ওরা একসঙ্গেই আছে। ভালোবাসা রইল বেবি। নিজেকে শক্ত করো। সুশান্ত বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লড়তে হবে”। এই মন্তব্যের উত্তরে অঙ্কিতা কে লিখেছেন “হ্যাঁ দি”। এছাড়া সুশান্তের ভাগ্নি মল্লিকাকে এই পোস্টের মন্তব্য করতে দেখা গিয়েছে।

Advertisement

এছাড়াও শ্রীশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি গেম ইনস্টাগ্রামে সুশান্তর মৃত্যুর পর তার মৃত্যুর সঠিক তদন্তের জন্য দাবি জানিয়ে গেছেন প্রতিটা পোস্টের মাধ্যমে। সম্প্রতি তিনি একটি বোর্ডে লিখেছিলেন “আমরা জিতবই, ভালোবাসা রইল ভাই। ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন”। এছাড়া সুশান্ত এর মৃত্যুর বিচার চেয়ে ক্যালিফোর্নিয়ার রাস্তাতেও বিলবোর্ড লাগানো হয়েছে, সেই ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই ভিডিও পোস্ট করতে না করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement

View this post on Instagram

Believe you both are together ❤️ #warriors4ssr

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

প্রসঙ্গত অঙ্কিতা লোখান্ডে সুশান্ত মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছেন। অভিনেতার শেষকৃত্যের অনুষ্ঠানের সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন না সেই নিয়ম সোশ্যাল মিডিয়ায় কিছু লোক মন্তব্য করেছিল। সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, “আমার পক্ষে ওই অবস্থায় সুশান্তকে দেখা সম্ভব ছিল না। আমি জানি ওই অবস্থায় সুশান্তকে দেখলে আমি সারা জীবন এটা থেকে বের হতে পারতাম না। আমাকে তো বাঁচতে হবে। তাই শুধু ওর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কারণ, ওখানে বাবা, ছিলেন, দিদিরা ছিলেন, তাঁরা কী ঠিক আছেন কিনা দেখা আমার কর্তব্য”।

Advertisement

Related Articles

Back to top button