Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২২ বছর পর সাকিনা-তারা জুটি কাঁপাচ্ছে বড়পর্দা, কন্ট্রোভার্সি এড়িয়ে ‘Gadar 2’ পেড়িয়েছে ৩০০-র গণ্ডি

বেশ কয়েকমাস ধরেই 'গাদার ২' নিয়ে মাতামাতি চলছে চারিদিকে। ২২ বছর আগে 'গাদার: এক প্রেম কথা' রীতিমতো সমগ্র দর্শকমহলের মন জয় করে নিয়েছিল। তারা ও সাকিনা দর্শকদের প্রিয় জুটি হয়ে…

Avatar

বেশ কয়েকমাস ধরেই ‘গাদার ২’ নিয়ে মাতামাতি চলছে চারিদিকে। ২২ বছর আগে ‘গাদার: এক প্রেম কথা’ রীতিমতো সমগ্র দর্শকমহলের মন জয় করে নিয়েছিল। তারা ও সাকিনা দর্শকদের প্রিয় জুটি হয়ে দাঁড়িয়েছিল সেইসময়ে। দর্শকদের মনে তার রেস ছিল বহুদিন। তবে সেই জুটির রেস যে আজও অটুট রয়েছে সেকথা ‘গাদার ২’ মুক্তি পাওয়ার পরই স্পষ্ট হয়ে গেল আবারো। ইতিমধ্যেই বক্সঅফিসে ৩০০ কোটির গণ্ডি পেড়িয়েছে এই ছবি।

গত ১১-ই আগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। দীর্ঘদিন ধরেই এই ছবির প্রচারে ব্যস্ত ছবির সমস্ত কলাকুশলীরাই। অবশ্য তার একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে। গত ৮ দিনে বক্সঅফিসে এই ছবি যা আয় করেছে, তাতে পিছনে পড়ে গিয়েছে কিং খানের ‘পাঠান’এর পাশাপাশি প্রভাসের ‘বাহুবলী’ও। পাশাপাশি ‘কেজিএফ’ ও ‘দাঙ্গাল’এর মত ছবিকেও পিছনে ফেলেছে তারা-সাকিনা জুটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বক্সঅফিসের হিসাব অনুযায়ী, প্রথম দিন এই ছবি আয় করেছিল ৪০.১ কোটি। এরপর শনিবার ও রবিবার ছুটির দিন হওয়ায় যথাক্রমে এই ছবি ৪৩.৮ ও ৫১.৭ কোটি টাকা আয় করেছিল। তবে সোমবার এই আয় বেশ কিছুটা কমে ৩৮.৭ কোটি হয়েছিল। এরপর মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটির দিন হওয়ায় এদিন এই ছবি ৫৫.৪০ কোটি টাকা আয় করে। বুধবার অর্থাৎ সপ্তমদিনে এই ছবি বক্সঅফিসে আয় করে ২২ কোটি । গত ৭ দিনে এই ছবি ২৮৩.৩৫ কোটি টাকা আয় করলেও, বর্তমানে এই ছবি ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে ৩৩৬ কোটি টাকা আয় করেছে।

২২ বছর পর অনিল শর্মার হাত ধরে ফিরেছে তারা-সাকিনা জুটি। আপাতত তাদের অভিনয় আবারো প্রশংসিত হচ্ছে দর্শকমহলের মাঝে। তার ঝলক অবশ্য ছবির কলাকুশলীরাই থেকে থেকে শেয়ার করে নিচ্ছেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। সবমিলিয়ে আবারো তারা সিংয়ের পরিবার মন জয় করে নিয়েছে সকলের।

About Author