Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bollywood: সিনেমার কাজের বিনিময়ে কাস্টিং কাউচের শিকার রণবীর থেকে আয়ুষ্মানরা! কী প্রস্তাব এসেছিল এই অভিনেতাদের কাছে

টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের ঘটনা নিত্যনতুন ঘটনা নিতুনতুন নয়। বিনোদন জগতের কাস্টিং কাউচ নিয়ে চমকপ্রদ তথ্য আসছে দীর্ঘদিন ধরে। সিনেমা এবং টেলিভিশন অভিনেত্রীরা তাদের খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছেন…

Avatar

By

টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের ঘটনা নিত্যনতুন ঘটনা নিতুনতুন নয়। বিনোদন জগতের কাস্টিং কাউচ নিয়ে চমকপ্রদ তথ্য আসছে দীর্ঘদিন ধরে। সিনেমা এবং টেলিভিশন অভিনেত্রীরা তাদের খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কাস্টিং কাউচের বিষয়টি প্রায়ই বলিউডের গ্ল্যামারাস জগতের পিছনের এক অন্ধকার সত্যকে সামনে নিয়ে এসেছে। তবে শুধু নায়িকারা নন, বলিউডের বহু অভিনেতাও এই ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছেন বিভিন্ন সময়ে। তাঁদের মধ্যে চারজন নিজেদের অভিজ্ঞতার কথা সর্বসমক্ষে প্রকাশও করেন। তাঁরা কারা?

একনজরে জেনে নিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১.রণবীর সিংঃ রণবীর ‘ব্যান্ড বাজা বারত’ সিনেমা দিয়ে বলিউডে সিনে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ‘বাজিরাও মাস্তানি’র বাজিরাও তো আবার কখনো ‘পদ্মাবত’ এ‘আলাউদ্দিন খিলজি’-র চরিত্র রণবীর সিংহকে বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে গণ্য হয়েছেন। তবে দীপিকার স্বামী এই রণবীরও কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছিলেন। কেরিয়ারের শুরুতে হওয়া এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেতা।

রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একসময় এক কাস্টিং ডিরেক্টর তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। তবে রণবীরের বায়োডাটায় কোনো চোখ দেওয়ার প্রয়োজনও মনে করেননি তিনি। তার বদলে তিনি রণবীরকে সেই সময় পরামর্শ দেন ‘স্মার্ট অ্যান্ড সেক্সি’ হওয়ার। এমনকি রণবীরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের নানাভাবে ইঙ্গিত দেন। অভিনেতাকে গড়িমসি করতে দেখে এই বিষয়টি নিয়ে দরাদরিও শুরু করেন। রণবীর অবশ্য শেষ পর্যন্ত সেই কাস্টিং ডিরেক্টরকে মুখের ওপর প্রত্যাখ্যানই করেছিলেন

২.আয়ুষ্মান খুরানাঃ ‘ভিকি ডোনার’ সিনেমা থেকে শুরু করে একের পর এক হিট সিনেমা বলিউডে উপহার দিয়েছেন অন্যতম ট্যালেন্টেড অভিনেতা আয়ুষ্মান খুরানা। একসময় সিনেনাতে কাজের সুযোগের জন্য তাঁর কাছেও এসেছিল পরিচালকের কু-প্রস্তাব। ভিকি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সেই কাস্টিং প্রযোজক তাঁকে সরাসরিই নগ্ন হতে এবং তাঁর গোপনাঙ্গ প্রদর্শন করতে বলা হয়েছিল। এমনকি তাঁকে বলা হয়েছিক আয়ুষ্মান কথা শুনলে তবেই তিনি সিনেমাতে অভিনয়ের সুযোগ পাবেন। আয়ুষ্মান অবশ্য তাঁকে জানিয়ে দেন তিনি বিসমকামী তাই তিনি এই প্রস্তাবে রাজি হতে পারছেন না।

৩.হর্ষবর্ধন রানেঃ টেলিভিশন এবং সিনে জগতের পরিচিত মুখ হলেন হর্ষবর্ধন রানে। বলিউডের উঠতি অভিনেতার তালিকায় তাঁর নাম উজ্জ্বল থাকতো। বলিউডে ‘সনম তেরি কসম’, ‘হাসিন দিলরুবা’র মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন। তবে হর্ষ ও কাস্টিং কাউচের শিকার হন। অভিনেতা সংবাদমাধ্যমে জানিয়েছেন, একবার এক কাস্টিং ডিরেক্টর তাঁকে সরাসরি তাঁর প্যান্ট খুলতে বলেন। এরপর হর্ষ কারণ জানতে চাওয়া হলে তাঁকে বলা হয় তিনি দেখতে চান হর্ষবর্ধনের পায়ের গঠন কেমন এরপর হর্ষ জানিয়েছেন, তিনি ওই পরিচালককে সুযোগের সদ্ব্যবহার করতে দেননি।

৪.রাজীব খান্ডেলওয়ালঃ রাজীব ও নিজের কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশনের হাত ধরে৷ এরপর পরে সিনেমা আর ওয়েব সিরিজেও অভিনয় করেন। মিটু আন্দোলনের সময় নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন অভিনেতা। রাজীব সেই সময় জানিয়েছেন, বলিউডের এক প্রথম সারির পরিচালক তাঁকে তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। বেশ কয়েকবার দেখা করতে ডেকেও পাঠান অফিসে। কিন্তু দ্বিতীয় সাক্ষাতের পর রাজীবের মনে হয় কোথাও একটা খুব গন্ডগোল হচ্ছে। কারণ ওই পরিচালক সেদিন রাজীবকে অফিস থেকে তাঁর ঘরে যেতে বলেছিলেন। রাজীব অবশ্য সেই পরিচালকের নির্দেশ পালন করেননি। এরপর নিজের প্রেমিকার কথা জানিয়ে পরোক্ষে বুঝিয়ে দিয়েছিলেন তিনি বিসমকামী। এই বিষয়টি বুঝতে পেরে সেই পরিচালক নাকি রাজীবের কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন প্রথম সারির ওই বলিউড পরিচালক। তবে আজ রাজীব নিজের কাজ দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছে।

About Author