Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুইবার বিয়ে করেছিলেন এই অভিনেত্রী, এক অনাথ মেয়েকে দত্তক নিয়েছিলেন, তার প্রেমে পড়ে বাগদান ভেঙ্গে দিয়েছিলেন গোবিন্দাও

বলিউড দুনিয়ায় এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা হয়তো একটা সময়ে একটা দুরন্ত ক্যারিয়ার তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে আর সেই কেরিয়ার এবং ফেম কোনটাই স্থায়ী হয়নি। সেরকমই একজন অভিনেত্রী হলেন নীলম…

Avatar

বলিউড দুনিয়ায় এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা হয়তো একটা সময়ে একটা দুরন্ত ক্যারিয়ার তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে আর সেই কেরিয়ার এবং ফেম কোনটাই স্থায়ী হয়নি। সেরকমই একজন অভিনেত্রী হলেন নীলম কোঠারি। ৮০ দশকের শেষ দিক থেকে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে অভিনয় করতে শুরু করেন। ‘লাভ ৮৬’, ‘দো কায়েদি’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ইলজাম’, ‘ফর্জ কি জং’ থেকে ‘হাতিয়া’-এর মতো ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। গোবিন্দা থেকে সালমান খান পর্যন্ত সবার সঙ্গেই অনেক কাজ করেছেন তিনি। একটা সময় ছিল যখন গোবিন্দ থেকে ববি দেওল পর্যন্ত সবার সঙ্গেই তার সম্পর্ক ছিল। কিন্তু তারপরে, তিনি কোথায় একটা যেন হারিয়ে যান। আজকে তার জীবনের ব্যক্তিগত গল্পই আপনাদের জানাই।

গুজরাটি পরিবার থেকে শুরু হয়েছিল জীবন

নীলম কোঠারির জন্ম হংকংয়ে। গুজরাটি পরিবারে জন্ম নেওয়া নীলমের বয়স বর্তমানে ৫৪ বছর। তিনি নাচের প্রশিক্ষণও নিয়েছেন তার পরিবার জুয়েলারি ব্যবসার সাথে জড়িত। আজকাল, নীলম নিজেও নিজের ব্যবসা চালাচ্ছেন, একটা সময় ছিল যখন তিনি অভিনয়কে পুরোপুরি বিদায় জানিয়েছিলেন এবং জুয়েলারি ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। তবে কিছুদিন আগে তিনি ‘বলিউড ওয়াইভস’ দিয়ে কামব্যাক করেছেন বলি দুনিয়ায়। নীলম কোঠারির কেরিয়ার শুরু হয়েছিল খুব মজার উপায়ে। সেই সময় নিলমের পরিবার তাকে ছাড়াই ব্যাঙ্ককে গিয়েছিলেন। একদিন নীলম তার বন্ধুদের সাথে মুম্বাই বেড়াতে এসেছিল। সেখানেই তার দেখা হয় তখনকার প্রখ্যাত পরিচালক তথা প্রযোজক রমেশ বাহলের সঙ্গে। রমেশ বাহল তাকে দেখে অবিলম্বে সিদ্ধান্ত নেন যে তিনি তাকে তার চলচ্চিত্রের নায়িকা বানাবেন। এরপর ১৯৮৪ সালে তিনি ‘জওয়ানি’ তৈরি করেন এবং প্রধান চরিত্রের জন্য নীলমকে বেছে নেন। পরে নীলম ‘ইলজাম’, ‘লাভ ৮৬’, ‘আগ হি আগ’, ‘সিন্দুর’, ‘হাত্যা’, ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘ঘরানা’, ‘দো কায়েদি’, ‘পেয়ার কা কার্জ’, ‘অগ্নিপথ’ করেছেন। ‘, ‘শেহজাদে’, ‘কসম পাথর অর পায়েল’সহ অনেক সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গোবিন্দার সঙ্গে ছিল সম্পর্ক

গোবিন্দের সঙ্গে কাজ করেছেন নীলম কোঠারি। দুজনের জুটিও বেশ পছন্দ হয়েছে। কথিত আছে গোবিন্দ ও অভিনেত্রীর প্রেমের সম্পর্ক ছিল। অভিনেতা এমনকি বাগদত্তা সুনীতার সাথে তার বাগদান ভেঙে দিতে চেয়েছিলেন, কিন্তু তার মায়ের জেদের জন্য, তিনি নীলমের সাথে নয়, সুনীতার সাথে বিয়ে করেন।

এরপর নীলম কোঠারি ২০০০ সালে ঋষি শেঠিয়াকে বিয়ে করেন। ঋষি শেঠিয়া একজন সুপরিচিত ব্যবসায়ী। তিনি লন্ডনের বাসিন্দা। নীলম ছাড়াও সোফি চৌধুরীর সঙ্গে ঋষি শেঠিয়ার নামও যুক্ত ছিল। নীলম এবং ঋষি শেঠিয়ার বিয়ে মাত্র ২ বছর স্থায়ী হয়েছিল। এরপর ২০১৫ সালে দিল্লির বাসিন্দা গুণিতা সোধির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন ঋষি শেঠিয়া।

এই অভিনেতাকে করেন দ্বিতীয় বিয়ে

নীলম কোঠারি দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা সমীর সোনিকে। দুজনেরই প্রথম দেখা হয় ২০০৭ সালে। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে এই সাক্ষাৎ হয়েছিল। এর পরে, তাদের মধ্যে একটি দারুন বন্ধন তৈরি হয়েছিল এবং তারপর তারা দুজনেই প্রেমে পড়েন। এটিও সমীর সোনির দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল রাজক্ষ্মী আর রাইয়ের সাথে কিন্তু তাদের সম্পর্ক মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল। নীলম সবসময় চাইতেন তার সংসারে একটি মেয়ে হোক। এ কারণে তিনি একটি কন্যা সন্তানকে দত্তক নেন এবং তার কন্যার নাম অহনা।

About Author