Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bollywood MMS Video: না চাইতেও ভাইরাল হয়েছিল এই বলি ডিভাদের MMS ভিডিও, কারিনা থেকে সানি লিওনের নাম জড়িত

সম্প্রতি চন্ডিগড় ইউনিভার্সিটির এক পড়ুয়ার এমএমএস ভিডিও অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে বেশ হইচই পরেছে মিডিয়ামহলে। এই ঘটনার প্রেক্ষিতে সোনু সুডের পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। তবে সম্প্রতি এই…

Avatar

সম্প্রতি চন্ডিগড় ইউনিভার্সিটির এক পড়ুয়ার এমএমএস ভিডিও অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে বেশ হইচই পরেছে মিডিয়ামহলে। এই ঘটনার প্রেক্ষিতে সোনু সুডের পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। তবে সম্প্রতি এই ঘটনা ঘটার পর থেকেই এমএমএস ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তুমুল চর্চা চলছে মিডিয়াতে। সেই সূত্র ধরেই এই মুহূর্তে বেশ কিছু নামি অভিনেত্রীদের নাম উঠে এসেছে প্রকাশ্যে। বলাই বাহুল্য, ছোট থেকে বড় যেকোন ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই কোন না কোন সময়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।Bollywood MMS Video: না চাইতেও ভাইরাল হয়েছিল এই বলি ডিভাদের MMS ভিডিও, কারিনা থেকে সানি লিওনের নাম জড়িত• প্রথমেই আসা যাক বলিউডের বেবো অর্থাৎ কারিনা কাপুর খানের কথায়। অনেক আগে কেরিয়ারের শুরুর দিকে ড্রেসিংরুমে পোশাক পরিবর্তনের সময়ে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যা নিয়ে তুমুল শোরগোল পড়েছিল সেইসময়। পাশাপাশি অভিনেত্রীর তখনকার তৎকালীন প্রেমিক শাহিদ কাপুরের সাথে চুম্বনের একটি ভিডিও’ও অপ্রত্যাশিতভাবে তুমুল ভাইরাল হয়েছিল।Bollywood MMS Video: না চাইতেও ভাইরাল হয়েছিল এই বলি ডিভাদের MMS ভিডিও, কারিনা থেকে সানি লিওনের নাম জড়িত• দক্ষিণী অভিনেত্রী নয়নতারাও এমন ধরনের ঘটনা সম্মুখীন হয়েছেন। একটা সময় এসটিআরের সাথে তার একটি লিপলকের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। না চাইতেও তাদের সেই অন্তরঙ্গ দৃশ্যের ঝলক প্রকাশ্যে এসেছিল সকলের। এই মুহূর্তে সেই ভাইরাল হওয়া এমএমএস ভিডিওর সূত্র ধরেই চর্চায় দুই তারকা। শোনা যায়, সেই সময়ে তাদের সেইসমস্ত মুহূর্তের ঝলক তুমুল শেয়ারও হয়েছিল।Bollywood MMS Video: না চাইতেও ভাইরাল হয়েছিল এই বলি ডিভাদের MMS ভিডিও, কারিনা থেকে সানি লিওনের নাম জড়িত• পর্ন স্টার হিসাবেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন সানি লিওনী। বলাই বাহুল্য, একটা সময় তার একাধিক এমএমএস ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি তার নিজস্ব একটি ওয়েবসাইট আছে যেখানে তিনি নিজের সেইসমস্ত ভিডিও শেয়ারও করে থাকেন। তবে ডায়মন্ড মার্চেন্টের জন্মদিনের পার্টি থেকে অভিনেত্রীর একটি স্ট্রাইপিং ভিডিও প্রকাশ্যে এসেছিল, যা নিয়ে সেইসময় অভিনেত্রী তুমুলভাবে চর্চিত হয়েছিলেন।• গুরু স্বামী নিত্যানন্দের সাথে অভিনেত্রী রঞ্জিতার একটি ঘনিষ্ঠ এমএমএস ভিডিও ভাইরাল হয়েছিল, সেই নিয়ে একটা সময় কম চর্চা হয়নি। এই প্রসঙ্গে অভিনেত্রী রঞ্জিতাকে প্রশ্ন করা হলে সেইসময় তিনি জানিয়েছিলেন, ভিডিওতে স্বামী নিত্যানন্দের সাথে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি সে নন। অন্যকারোর মুখের জায়গায় তার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। তবে এই নিয়ে সেইসময় কম জল ঘোলা হয়নি, তা বলাই বাহুল্য।Bollywood MMS Video: না চাইতেও ভাইরাল হয়েছিল এই বলি ডিভাদের MMS ভিডিও, কারিনা থেকে সানি লিওনের নাম জড়িত• দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও, পরবর্তীকালে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। অভিনয় জগতে পা রাখার পূর্বেই তার একটি এমএমএস ভিডিও অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে গিয়েছিল, যার সূত্র ধরে তিনি চর্চায় উঠে এসেছিলেন। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, ভাইরাল হওয়া ভিডিওতে তিনি ছিলেন না। এডিটিংয়ের মাধ্যমেই ভিডিওতে তার মুখ বসিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি করেছিলেন তিনি।
About Author