Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনলাইনে ধর্ষনের হুমকি পেলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী

কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজারদের কুকীর্তির শিকার হন বহু সাধারন মানুষ, আজকাল প্রায়শই সমীক্ষায় উঠে আসছে এই তথ্য, সেই সঙ্গে নেটদুনিয়ায় তারকাদের হেনস্থা হবার খরবও নতুন কিছু নয়। প্রায়শই…

Avatar

কৌশিক পোল্ল্যে: সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজারদের কুকীর্তির শিকার হন বহু সাধারন মানুষ, আজকাল প্রায়শই সমীক্ষায় উঠে আসছে এই তথ্য, সেই সঙ্গে নেটদুনিয়ায় তারকাদের হেনস্থা হবার খরবও নতুন কিছু নয়। প্রায়শই ফেক আইডি থেকে অভিনেত্রীদের কাছে বিয়ের প্রস্তাব রাখা কিংবা খুনের হুমকি দেওয়া খুবই সাধারন বিষয় হয়ে উঠেছে। এবার বলিউডেরই আর এক জনপ্রিয় অভিনেত্রী ট্যুইটারে সরাসরি পেলেন ধর্ষনের হুমকি।

সারমান জোশির ‘১৯২০ লন্ডন’ সিনেমার কথা আছে? সেই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী মীরা চোপড়া, সম্পর্কে তিনি বলিউডের আরও দুই জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিনীতি চোপড়ার খুড়তুতো বোন। ভুতুড়ে ওই ছবিতে মীরার সৌন্দর্য ও অভিনয় তাকে দর্শকমনে আলাদা জায়গা করে দিয়েছিল। এছাড়াও দক্ষিণের ছবিতে বিশেষ সুনাম অর্জন করেছেন মীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ট্রেন্ড মেনে তিনি নেটাগরিকদের উদ্দেশ্যে একটি পোস্ট দেন #AskMeera হ্যাশট্যাগ দিয়ে। সেই পোস্টেই বহু ইউজার জানতে চান তার প্রিয় অভিনেতা কে? এর উত্তরে অভিনেত্রী মহেশ বাবুর নামটি বলেন। জুনিয়ার এনটিআর কে অপছন্দ করার কথা স্পষ্টই জানিয়ে দেন অভিনেত্রী। এরপরই তার প্রতিটি ট্যুইটেই একের পর এক তীর্যক মন্তব্যের ঝড় শুরু হয়, বিভিন্ন কুরুচিকর ও অশ্লীল মন্তব্যের পাশাপাশি ছিল ধর্ষন ও খুনের হুমকি।

ট্যুইটের সংখ্যা যখন ৩০ হাজার ছাড়িয়ে যায় তখন ট্যুইটার থেকেই ওই কু মন্তব্যগুলি ডিলিট ও ব্লক করে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই প্রচন্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন অভিনেত্রী। ট্যুইটারে এই সমস্ত ঘটনাটির খোলা বিবরণী তিনি তুলে ধরেন। এই জঘন্য ঘটনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নারীসুরক্ষা ইস্যুতে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েই গেল।

About Author