Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Madhuri Dixit: বরের জন্মদিনে ‘তুমসে মিলকে অ্যায়সা লাগা’ গানটি গাইলেন মাধুরী, ভাইরাল ভিডিও

মাধুরী দিক্ষিত বলিউডের ৯০'এর দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তার হাসিতে মুগ্ধ আট থেকে আশি। একসময় একের পর এক হিট সিনেমা নিজের দর্শকদের উপহার দিয়ে গেছেন তিনি। একজন…

Avatar

মাধুরী দিক্ষিত বলিউডের ৯০’এর দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তার হাসিতে মুগ্ধ আট থেকে আশি। একসময় একের পর এক হিট সিনেমা নিজের দর্শকদের উপহার দিয়ে গেছেন তিনি। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও বটে। বর্তমানে বিভিন্ন নাচের রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে দেখা যায় তাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোমবার অভিনেত্রীর স্বামী ডক্টর শ্রীরাম মাধব নেনের জন্মদিন ছিল। এদিন অভিনেত্রী নিজের স্বামীর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে আগেকার একটি ভিডিও আবারো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী কোনো একটি রিয়্যালিটি শোতে গিয়ে তার বরের উদ্দেশ্যে গান গাইছেন ‘তুমসে মিলকে এয়সা লাগা’। সেখানে তিনি সবার সামনে বলেন, তার স্বামী একটু লাজুক গোছের, বেশি নাচ-গান করতে পারেন না তিনি। তাই তিনি তার জন্য গান গেয়েছেন। সম্প্রতি নেনের জন্মদিনে পুনরায় ভিডিওটি ভাইরাল হয়েছে।

সবসময় অভিনেত্রীর ঠোঁটে মিষ্টি হাসি লেগে থাকে। তার একটাই কারণ তার পরিবার। স্বামী ও দুই ছেলেকে নিয়ে তিনি বেজায় ভালোই রয়েছেন, তা তাকে দেখেই স্পষ্ট হয়। এই প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে অভিনয় করলেন তিনি। আগামী ২৫’শে ফেব্রুয়ারি নেটফ্লিক্সে তার অভিনীত ‘দ্যা ফেম গেম’ ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই সেই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেটি শেয়ারও করেছেন। অভিনেত্রীর পাশাপাশি তার অনুরাগীরাও ওয়েব সিরিজটির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।

About Author