Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sanjay-Madhuri: ৯০’এর দশকে ফিরলেন সঞ্জয়-মাধুরী, ‘আঁখিয়া মিলাও’ গানের সাথে দুর্দান্ত নাচ অনস্ক্রিন জুটির

নব্বইয়ের দশকে দর্শকদের অন্যতম প্রিয় জুটি ছিল সঞ্জয় ও মাধুরীর। খুব শীঘ্রই আবারো তাদের একসাথে পর্দায় দেখা যেতে চলেছে। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ 'দ্যা ফেম গেমে'এ অনস্ক্রিন জুটি হিসেবে দেখা…

Avatar

নব্বইয়ের দশকে দর্শকদের অন্যতম প্রিয় জুটি ছিল সঞ্জয় ও মাধুরীর। খুব শীঘ্রই আবারো তাদের একসাথে পর্দায় দেখা যেতে চলেছে। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্যা ফেম গেমে’এ অনস্ক্রিন জুটি হিসেবে দেখা যাবে মাধুরী দিক্ষিত ও সঞ্জয় কাপুরকে। একেবারে অন্য স্বাদের গল্প নিয়ে প্রথমবার একসাথে ওয়েব প্ল্যাটফর্মে অভিনয় করলেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় কাপুর। আপাতত এই অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি তাদের ভক্ত মহলও।

তবে সম্প্রতি নব্বইয়ের দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দিক্ষিত তার স্বামী শ্রীরাম নেনের জন্মদিন উপলক্ষে একটি পার্টির ব্যবস্থা করেছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা। পুরনোর পাশাপাশি নতুনরাও ছিলেন সেই পার্টিতে। সম্প্রতি সঞ্জয় কাপুর একটি ভিডিও শেয়ারের মাধ্যমে ফিরে গিয়েছেন নব্বইয়ের দশকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ছবি হল ‘রাজা’। সেই ছবিতে মাধুরী দিক্ষিত ও সঞ্জয় কাপুরকে অনস্ক্রিন জুটি হিসেবে দেখা গিয়েছিল। ছবিটি ভীষণভাবে হিট করেছিল দর্শকদের কাছে। সম্প্রতি মাধুরী দিক্ষিতের স্বামীর জন্মদিনের পার্টিতে সেই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘আঁখিয়া মিলাও’ সাথে দুর্দান্ত নাচলেন সঞ্জয়-মাধুরী। সম্প্রতি সঞ্জয় কাপুর তাদের নাচের ভিডিওটি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, নব্বইয়ের দশকে ফিরে গিয়েছেন তিনি। ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই সকলেই পছন্দ করেছেন এটি। ভিডিওটিতে আরো অনেক বলিউড তারকাকে দেখা গিয়েছে।

‘আঁখিয়া মিলাও’ গানের সাথে নাচার সময় মাধুরী দিক্ষিতকে কালো পোশাকে, খোলা চুলে ও হালকা মেকাপ দেখা গিয়েছে। সঞ্জয় কাপুর ছিলেন ব্লু জিন্স, সাদা শার্ট ও জ্যাকেটে। গানের সাথে তাল মিলিয়ে মজা করেই নেচেছেন তারা। চেনাপরিচিত সেই গানে দুজনকে একসাথে দেখে গিয়েছে এই ভিডিওতে, যা দেখে খুশি তাদের অনুরাগীরাও।

About Author