Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাদা অন্তর্বাসে অভিনেত্রী, খোলা পিঠে মলদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন ক্যাটরিনা

মলদ্বীপ যেন বলিউডের সেকেন্ড হোম হয়ে উঠছে। এই মুহূর্তে মলদ্বীপে রয়েছেন ক্যাটরিনা কাইফ। শুধু ক্যাট নয় রয়েছেন আরও অনেক সেলিব্রিটি। এখানে কেউ আসেন মধুচন্দ্রিমা করতে, কেউ আসেন জন্মদিন সেলিব্রেট করতে…

Avatar

মলদ্বীপ যেন বলিউডের সেকেন্ড হোম হয়ে উঠছে। এই মুহূর্তে মলদ্বীপে রয়েছেন ক্যাটরিনা কাইফ। শুধু ক্যাট নয় রয়েছেন আরও অনেক সেলিব্রিটি। এখানে কেউ আসেন মধুচন্দ্রিমা করতে, কেউ আসেন জন্মদিন সেলিব্রেট করতে আবার কেউ আসেন একাকীত্ব এঞ্জয় করতে। সেরকমই ক্যাটরিনা সময় কাটাচ্ছেন মলদ্বীপে। সিনেমার শ্যুটিং এর জন্য এসেছিলেন মলদ্বীপে। শ্যুটিং শেষে আর বাড়ি ফেরেননি ক্যাট। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ক্যাটরিনা মানেই উষ্ণতা। এখনও অবিবাহিতা সে, তবে নাম জড়িয়েছেন অনেকের সঙ্গে। সালমান থেকে রনবীর। আবারও নাম জড়িয়েছেন ভিকি কৌশলের সঙ্গে। তবে কেউই মুখ খোলেননি এই ব্যপারে। কিন্তু ক্যাটরিনা আজও সালমান খানের ব্যপারে ভীষণই পজেসিভ। আর তাই ব্যাচেলার লাইফ দারুন এঞ্জয় করছেন অভিনেত্রী।

এবারে ডুব দিয়েছেন নোনা জলের সমুদ্রে। সাদা অন্তর্বাসে ক্যাট তাঁর উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন মলদ্বীপে। কখনো রামধনু অন্তর্বাসে ধরা দিয়েছেন অভিনেত্রী তো কখনো দুধ সাদা অন্তর্বাসে। ভেজা উন্মুক্ত পিঠ আর দুধ সাদা অন্তর্বাসে নিজের হটনেস ছড়াচ্ছিলেন অভিনেত্রী। এখন ভাইরাল ক্যাটরিনার উন্মুক্ত ভেজা পিঠের খোলামেলা ছবি।

মলদ্বীপে এসেও ফটোশ্যুট থেকে নিজেকে বিরত রাখেননি অভিনেত্রী। ধরা দিয়েছেন লাল পোশাকে উষ্ণ বালির বক্ষে।

About Author