‘লাল সিং চাড্ডা’র শ্যুটিং শেষ করে বর্তমানে বিভিন্ন ফটোশুট নিয়ে ব্যস্ত রয়েছেন করিনা কাপুর খান। দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হলেও গ্ল্যামারে এতটুকু ভাটা পড়েনি বেবোর। চুটিয়ে অনুভব করছেন অন্তঃসত্ত্বা অবস্থা ও শ্যুটিং। ফ্যাশনিস্তা ইমেজ নিয়ে পাপারাতজিদের ক্যামেরায় ধরা দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকালো মেটারনিটি ড্রেসে (maternity dress) করিনার বেবি বাম্প সম্পূর্ণ গায়েব। বর্তমানে বিভিন্ন ফটোশ্যুটে ব্যস্ত সাইফ পত্নী করিনা কাপুর খান।
বর্তমানে করিনা একাই গরম করছেন পেজ থ্রি র পাতা। কখনো সেজে উঠছেন সাদা গাউনে,কখনো গোলাপি ফ্রকে, তো কখনো ব্ল্যাক মেটারনিটি ড্রেসে।
ফ্যাশন নিয়ে বরাবর সচেতন করিনা কাপুর খান। তৈমুর হওয়ার সময়েও করিনা তাঁর ফ্যাশনের সঙ্গে এতটুকু কম্প্রোমাইজ করেননি। ফটোশ্যুট থেকে শুরু করে যেকোনো পার্টিএটেন্ড করা সবই করেছেন তিনি।
২০১৬ তে ঘরে আসে তৈমুর, ২০২১ এ আসতে চলেছে আরেক নতুন সদস্য সাইফ-করিনার জীবনে। অপেক্ষায় দিন গুনছেন এই দম্পতি, পাশাপাশি কাজের জগতের সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িত এই সেলেব জুটি।