‘ক্যাডবেরি পার্ক’ বা ‘ব্রু কফি’র অ্যাডের কথা মনে আছে? সেই অমৃতা রাও এর কথা মনে আছে? ২০০২ সালে ক্যারিয়ার শুরু করেছেন অমৃতা রাও। না তিনি এখন নিজেকে ফিল্মি দুনিয়া থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছেন। তবে ২০০৭ এর ‘বিবাহ’ হোক বা ‘ইশক ভিশক’ দুটি সিনেমাতেই নজর কেড়েছেন অমৃতা রাও। বর্তমানে তাঁর বয়স ৩৯। সম্প্রতি তাঁরও মা হওয়ার গুঞ্জন আসছে। আরজে আনমলের সঙ্গে ২০১৬ সালে ঘর বাঁধেন তিনি। যদিও এই সুখবরটি অমৃতা-আনমল নিজেরা জানাননি, কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরার হাত থেকে আজ পর্যন্ত কে রক্ষা পেয়েছে?
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিকে ঢোকার সময় অমৃতা ও আনমলকে দেখতে পাওয়া যায়। যেখানে অমৃতা রাওয়ের বেবি বাম্প স্পষ্ট।
এই লক ডাউনে বলিউড টলিউড মিলিয়ে সব দিকেই খুশির হাওয়া বইছে। বহু দম্পতি তাঁদের ঘরে নতুন সদস্য আনার প্রয়াসে লেগে গেছেন। তবে ২০২১ এর মধ্যে অনেকগুলি সুখবর আসতে চলেছে। আপনি তৈরি তো?