Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথমবার মা হয়েছেন অমৃতা রাও, ইন্সটাগ্রামে ছেলের নাম ঠিক করার আবেদন রাখলেন অভিনেত্রী

প্রথমবার ‘মা’ হয়েছেন ‘ইশক ভিশক’ এর নায়িকা অমৃতা রাও। সিনেমা থেকে বহু ক্রোশ দূরে হাঁটা অমৃতা মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। নবরাত্রির পরেই কোল আলো করে আসে…

Avatar

প্রথমবার ‘মা’ হয়েছেন ‘ইশক ভিশক’ এর নায়িকা অমৃতা রাও। সিনেমা থেকে বহু ক্রোশ দূরে হাঁটা অমৃতা মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। নবরাত্রির পরেই কোল আলো করে আসে অমৃতা রাও আর RJ অনমোলের প্রথম সন্তান। এইবারে পুত্র সন্তানের নামকরনের গুরুদায়িত্ব নেটিজেনদের হাতে সঁপে দিয়েছেন এই দুই জুটি। নিজের Instagram এ অমৃতা একটি পোস্ট করে তাঁর মাতৃত্বের আনন্দ শেয়ার করেন এবং এর পাশাপাশি সাপাশ আবেদন করেন নেটিজেনদের কাছে ছেলের নাম বেছে দেওয়ার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by AMRITA RAO?? (@amrita_rao_insta) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন অমৃতা। ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন অমৃতা রাও। বিবাহ-র জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান অমৃতা। এরপর ২০১৬ সালে আরজে আনমলকে বিয়ে করেন অমৃতা। বিয়ের পর অমৃতাকে সেভাবে আর সিনেমা জগতে দেখা যায় নি। চুটিয়ে সংসার করেছেন অভিনেত্রী। বলিউড থেকে অমৃতা দূরে গেলেও অমৃতার আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই। অসংখ্য নামে ভরে গিয়েছে অমৃতার কমেন্টবক্স। এসেছে মজার মজার নামও। এমনকি কেউ লিখেছেন ‘অমরেন্দ্র বাহুবলী’! এই দুই জুটির নামের আদ্য অক্ষর ‘A’ তাই সকলেই এই ‘A’ মিলিয়ে বিভিন্ন নাম রেখেছেন। যাই হোক, চাইলে আপনিও পাঠাতে পারেন পছন্দসই নাম।

About Author