Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘মুম্বাই পুলিশের কেউ সাহায্য করছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে’, চাঞ্চল্যকর অভিযোগ সুশান্ত পরিবারের

সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বুধবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন যে,  রিয়া চক্রবর্তীর পাটনা থেকে মামলা মুম্বাইয়ে স্থানান্তর চেয়ে সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে…

Avatar

সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং বুধবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন যে,  রিয়া চক্রবর্তীর পাটনা থেকে মামলা মুম্বাইয়ে স্থানান্তর চেয়ে সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে ইঙ্গিত পাওয়া যায় ‘মুম্বাই পুলিশের মধ্যে কেউ তাকে সাহায্য করছে।’ তিনি আরও বলেন, এখনও পর্যন্ত রিয়া সুশান্তের মামলাটি সিবিআইতে স্থানান্তর করতে চেয়েছিলেন। তবে এখন তিনি তদন্তে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে যাওয়ার পথ বেছে নিয়েছেন।

বিকাশ সিং এক সংবাদমাধ্যমকে বলেন, “রিয়া যখন সুপ্রিম কোর্টেই গেলেন, তখন এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে পিটিশন করা উচিত ছিল তার। এই তদন্তে পাটনায় এফআইআর দায়ের করা হয়েছে। এখন রিয়া সুপ্রিম কোর্টে করা পিটিশনে তদন্ত মুম্বাই সরিয়ে আনার আর্জি জানিয়েছেন। মুম্বাই পুলিশের কেউ যে তাকে সাহায্য করছে, তা বুঝতে এর থেকে বড়ো আর কোনো প্রমাণের প্রয়োজন নেই।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখযোগ্য, গত ১৪ই জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তখন থেকেই এই আত্মহত্যা কাণ্ডের তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। এই ঘটনার এক মাস পেরিয়ে গেলে সুশান্তের বাবাকে কে কে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় মামলা দায়ের করেন। তার ঠিক একদিন পরেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী। সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে তদন্ত ভার বিহার থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। তার আইনজীবী সতীশ মানশিনদে এই আবেদন করেছেন।

About Author