Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mangal Dhillon : বলিউডে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল

কিছুদিন আগেই প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক। এরপর, মৃত্যুর কোলে ঢলে পড়েন হিন্দি এবং পাঞ্জাবি অভিনেতা তথা পরিচালক মঙ্গল ঢিলোঁ (Mangal Dhillon)। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি, শেষে মৃত্যুর…

Avatar

কিছুদিন আগেই প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক। এরপর, মৃত্যুর কোলে ঢলে পড়েন হিন্দি এবং পাঞ্জাবি অভিনেতা তথা পরিচালক মঙ্গল ঢিলোঁ (Mangal Dhillon)। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি, শেষে মৃত্যুর কোলে মাথা নত করে অভিনেতা মঙ্গল।

সূত্রের খবর, লুধিয়ানার একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বিগত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। এরপর, ক্যান্সারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন অন্যান্য অভিনেতারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯৮৬ সালে ‘কথা সাগর’ শো-এর মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর ‘বুনিয়াদ’-এ লুভায়া রাম চরিত্রে অভিনয় করেন, পরবর্তীতে তাকে দেখা যায় ‘খুন ভরি মাঙ্গ’, ‘মৌলানা আজাদ’, ‘সাহিল’ ‘জুনুন’, ‘প্যান্থর’, ‘নুরজাহান’-এর মতন বেশ কিছু শোতে।

প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা মঙ্গল ঢিলোঁকে শেষবারের মতন দেখা যায় তুফান সিং সিনেমায় লাখার চরিত্রে। কিন্তু, ক্যান্সারের কাছে পরাজয় স্বীকার করে নিলেন অভিনেতা। আগামী ১৮ই জুন তাঁর জন্মদিন ছিল, তার আগেই একই মাসের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

About Author