ভারতে এখন ওয়েব সিরিজের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে। বহু মানুষ এমন আছেন যারা ওয়েব সিরিজ দেখেই নিজেদের দিন কাটিয়ে ফেলেন। আগে হয়তো এরকম ওয়েব সিরিজের জনতা খুব একটা বেশি ছিল না কিন্তু এখনকার দিনে এই ধরনের ওয়েব সিরিজ দেখা মানুষের সংখ্যা বেড়েছে। তার সাথে সাথেই বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ প্লাটফর্ম। আজকালকার দিনে শুধুমাত্র ভালো ওয়েব সিরিজ নয়, কিছু এডাল্ট ওয়েব সিরিজের প্লাটফর্ম মাথাচাড়া দিয়ে উঠেছে। এরকমই কিছু প্লাটফর্মের মধ্যে একটি হল উল্লু। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই প্লাটফর্মটি বেশ নাম করেছে তার বোল্ড কন্টেন্টের কারণে। আর তার মধ্যেও সব থেকে বেশি বোল্ড যে ওয়েব সিরিজটি এই প্লাটফর্মে উপলব্ধ সেটি হলো ভার্জিন বয়েজ। এই ওয়েব সিরিজটি আজকালকার দিনে খুবই জনপ্রিয়তা পেয়েছে ভারতের যুব সমাজের মধ্যে। সম্প্রতি এই ওয়েব সিরিজের প্রথম সিজন রিলিজ হয়ে গেছে উল্লু অ্যপে এবং রিলিজ হওয়ার সাথে সাথেই এই ওয়েব সিরিজটি হয়ে উঠেছে জনপ্রিয়। তাহলে চলুন এই ওয়েব সিরিজের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
৩ জুলাই ২০২০ সালে হিন্দি এবং তেলেগুর পাশাপাশি ইংরেজি ভাষায় রিলিজ হয়েছিল ভার্জিন বয়েজ। কমেডিতে ভরপুর এই ওয়েব সিরিজের আইএমডিবি রেটিং ৬.২। এই ওয়েব সিরিজের নাম শুনেই বুঝতে পারছেন এখানে তিনটি ছেলের কাহিনী বর্ণিত হয়েছে যারা আদতেই নিজেদের জীবনে ভার্জিন। জীবনে যৌনতার খোঁজে যেনো তারা উদগ্রীব। কিন্তু, উপায় নেই, কারণটা তাদের জীবনে মেয়ের অভাব। তবে, সেখানেই একজন নারীর প্রবেশ ঘটে তাদের জীবনে যিনি তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন। এখানেই আসে একটা বড় টুইস্ট, যা দেখার জন্য আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকাধিক নোংরা দৃশ্যের কারণে এই ওয়েব সিরিজকে এখন ইরোটিক কমেডি বিভাগে রাখা হয়েছে এবং শিশুদের এই ধরনের কনটেন্ট থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। আপনি যদি এই ওয়েব সিরিজটি দেখতে চান তাহলে আপনাকে উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোহন প্রতাপ সিং, শিবম আগারওয়াল এবং মারিনা কুওয়ার। ওয়েব সিরিজটি বর্তমানে উল্লু অ্যাপে বেশ জনপ্রিয়তা পেয়েছে।