Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নেট দুনিয়ার সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, রাতের অন্ধকারে দেখুন এই ভিডিও (VIRAL)

করোনা পরবর্তী সময়ে মানুষ সিনেমা হল ছেড়ে ওয়েব সিরিজের দিকে চোখ রাখেন। সেইসময় বহুদিন যাবৎ সিনেমা হলের দরজা বন্ধ থাকে, এতে করে মানুষ এন্টারটেইনেন্ট খুঁজে নেয় বন্ধ দরজার আড়ালে একান্তে…

Avatar

করোনা পরবর্তী সময়ে মানুষ সিনেমা হল ছেড়ে ওয়েব সিরিজের দিকে চোখ রাখেন। সেইসময় বহুদিন যাবৎ সিনেমা হলের দরজা বন্ধ থাকে, এতে করে মানুষ এন্টারটেইনেন্ট খুঁজে নেয় বন্ধ দরজার আড়ালে একান্তে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। এতে করে এই দুই তিন বছরের মধ্যে রাশি রাশি অ্যাডাল্ট কন্টেন্ট গজিয়ে উঠেছে। বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে শুধুই বোল্ড সিরিজ দেখানো হয়।

দর্শকদের চাহিদা অনুযায়ী রাতারাতি তৈরি হচ্ছে অ্যাডাল্ট কনটেন্ট, যার ইউএসপি হল যৌনতা ও বোল্ড দৃশ্য। বেশিরভাগ মানুষ এই ধরনের সিরিজ দেখার মাত্রা এতটাই বাড়িয়েছে যে এই কন্টেন্ট খুব দ্রুত রিলিজ হচ্ছে বিভিন্ন সিরিজের মাধ্যমে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ দেখার প্লাস পয়েন্ট একটাই যে এই ব্যাপারে শুধু আপনিই জানতে পারবেন। অর্থাৎ, দ্বিতীয় কোনো ব্যাক্তি জানতে পারে না যে আপনি ঠিক কি দেখছেন। অর্থাৎ দুর্দান্ত প্রাইভেসি মেইনটেইন হয়, পাশাপাশি সামান্য খরচ করলেই যে কোনো সিরিজ যখন তখন দেখা যায়। ইন্টারনেটের সু ব্যবস্থা থাকলেই সিরিজ দেখা কোনো ব্যাপার না।

বর্তমানে ‘কোকু’র একটি ওয়েবসিরিজ বেশ জনপ্রিয় হয়েছে। আর সেটি হল ‘ছুপি নজর’। এই সিরিজের গল্প এক নারীর জীবনকে কেন্দ্র করে। সিরিজের শুরুতেই দেখানো হয় যে ওই মহিলা তার স্বামীর সঙ্গে বেডরুমে নিজেদের যৌবনের জোয়ারে ভাসছেন। খোলামেলা দৃশ্যে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছেন অভিনেত্রী শ্রেয়সী ও রুকস খান্দাগালে। সিরিজটি আপনারা দেখতে পাবেন কোকু প্ল্যাটফর্মে। সিরিজটির নাম ‘ছুপি নজর’, অভিনয়ে রয়েছেন রবীন্দ্র যাদব, অক্ষয়, শিবম জোশি, ভারত মালহোত্রারা সহ প্রমুখ।

About Author