সম্ভবত কোন একটি পাঁচতলা হোটেলেই এই ছবিগুলি তুলেছেন অভিনেত্রী। তার সামনে ছিল অল্প কিছু খাবার ও হাতে ছিল সরবতের গ্লাস। ছুটির দিনে সম্ভবত যশ দাশগুপ্তের সাথেই একান্তে সময় কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। এই ছবিগুলি যে তারই তোলা, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নিজের এই ছবিগুলি অভিনেত্রী শেয়ার করতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মাঝে।বেশ কিছু সময় আগে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তারা। সেখান থেকেও নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি, তার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে। ট্রেডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন যেকোনো ধরনের পোশাকেই সাবলীল তিনি। তবে অভিনেত্রী যে বাস্তব জীবনে যথেষ্ট বোল্ড, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায়।
Nusrat Jahan: অফ-শোল্ডার পোশাকে পোজ দিলেন নুসরত জাহান, ভক্তদের চোখ ছিল অভিনেত্রীর ট্যাটুতে
নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। 'শত্রু' ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি…

আরও পড়ুন