Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২ কোটি টাকা চাওয়ায় কঙ্গনার হাউসিং সোসাইটিকে নোটিশ পাঠায় BMC

'মণিকর্ণিকা ফিল্মস' অফিস তছনছের জন্য বিএমসি-র থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন কঙ্গনা রানাউত। এরপরেই বিবাদ পৌঁছায় আরও চরমে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিএমসি অভিনেত্রীর হাউসিং সোসাইটি…

Avatar

‘মণিকর্ণিকা ফিল্মস’ অফিস তছনছের জন্য বিএমসি-র থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন কঙ্গনা রানাউত। এরপরেই বিবাদ পৌঁছায় আরও চরমে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিএমসি অভিনেত্রীর হাউসিং সোসাইটি অর্থাত চেতক সোসাইটিকে নোটিস পাঠায়। পাশাপাশি ওই চেতক সোসাইটিতে কাদের ফ্ল্যাট রয়েছে, সেই সমস্ত তথ্য বিএমসি-কে জমা দিতে হবে। চেতক সোসাইটি সম্পর্কিত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছ বিএমসি। কঙ্গনাকে সবক শেখানোর জন্যই কি বিএমসি-র এই নয়া চাল?উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের বৃহৎ গোষ্ঠীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছিলেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। কখনো স্বজনপোষণ নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন তো কখনো মাদকচক্র প্রসঙ্গে সরব হয়েছিলেন। পাশাপাশি মুম্বই শহর এবং সেখানকার পুলিসের বিরুদ্ধেও তোপ দাগেন কঙ্গনা। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে জোরদার বিতর্কে জড়ান কঙ্গনা।প্রসঙ্গত, শিবসেনার সঙ্গেও ভারী বিতর্কে জড়িয়ে পড়েন কঙ্গনা। মুম্বাইকে পাকিস্থানের সঙ্গে তুলনা করায় বেজায় চটেন শিবসেনার দল। এরপরেই শুরু হয় বাকবিতণ্ডা যা নৈতিক প্রক্ষাপটকে বিনষ্ট করে বহুবার। দমে যাননি কঙ্গনা, বারংবার প্রিতিবাদ জানিয়েছেন। বলিউডের মাদক ব্যবহার নিয়েও নিজের অতীত তুলে ধরেছেন। কিন্তু তাতেও বিবাদ আরও চরমে পৌঁছায়। কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মস ভাঙ্গার পর কঙ্গনা সাফ জানান, মুম্বইতে এখনও দাউদের পুরনো বাড়ি বহাল তবিয়তে রয়েছে অথচ ভেঙে দেওয়া হচ্ছে কঙ্গনার বাড়ি।
About Author