Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের বছরের শেষ দিনেও বিস্ফোরণে কেঁপে উঠল মালদা

মালদা: ফের মালদায় বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের জালালপুর এলাকার ভাটো এলাকায়। গোটা গ্রামে শুরু হয় চিরুনি তল্লাশি। এর পরে পুলিশের তল্লাশি তে উঠে…

Avatar

মালদা: ফের মালদায় বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের জালালপুর এলাকার ভাটো এলাকায়। গোটা গ্রামে শুরু হয় চিরুনি তল্লাশি। এর পরে পুলিশের তল্লাশি তে উঠে আসে চাঞ্চল্যকর ছবি। এলাকার এক কোয়াক ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার ৭ জার তাজা বোমা। পুলিশের অনুমান আনুমানিক ওই জার গুলিতে  ১৫০-২০০ তাজা বোমা থাকতে পারে। ওই ব্যক্তি কোন রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তির ও পরিবারের কোনো হদিস পাননি পুলিশ। কোথা থেকে এল এত বোমা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, ঘটনার খবর পৌঁছায় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগেও একাধিকবার মালদায় বিস্ফোরণ হয়েছে। প্রায় মাসখানেক আগে মালদার সুজাপুরে বিস্ফোরণে মৃত্যু হয়  প্রায় ৬ জনের। রাজ্য সরকার মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে এবং জখমদের ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়ার কথা ঘোষণা করে। পরে এলাকা পরিদর্শন করার সময়ে বিপত্তি হয়। ফরেন্সিক দল যখন পরিদর্শন চালাচ্ছিল সেই সময় ফের মৃদু বিস্ফোরণে হয় প্লাস্টিক কারখানায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান ফরেন্সিক দলের সদস্যরা।

About Author