সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে মোনালিসাকে কালো ব্যাকলেস পোশাকে রীতিমতো বোল্ড লুকে দেখা গিয়েছে। খোলা চুলে মানানসই গ্লসি মেকাপে ছিলেন অভিনেত্রী। গলায় একটি হালকা পেনডেন্টের পাশাপাশি হাতে ছিল মূল্যবান ব্রেসলেটও। ওয়েস্টার্ন পোশাকে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। সম্ভবত কোনো এক ইভেন্টের সূত্রেই এই লুকে দেখা দিয়েছেন মোনালিসা। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক আউটফিট নজর কেড়েছে সকলের। পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে অনেক। আপাতত বলাই যায়, অভিনেত্রীর এই লুক আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে।খুব শীঘ্রই দঙ্গল টিভিতে শুরু হতে চলেছে ‘ফব্বারা চৌক’। সোম থেকে শনি দঙ্গল টিভিতে সন্ধ্যা ৭’টার সময় সম্প্রচারিত হবে এই শো। ৫’ই ডিসেম্বর থেকে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে এই শো। আসন্ন এই শোতে ‘রমা’র চরিত্রেই দেখা যাচ্ছে মোনালিসাকে। এই মুহূর্তে বলাই বাহুল্য, রমার একাধিক লুক রীতিমতো ভাইরাল নেটমহলে। প্রশংসাতেও ভরাচ্ছেন ভক্তরা। তার ঝলক মিলবে সোশ্যাল মিডিয়াতেই।
Monalisa: ব্যাকলেস পোশাকে ব্ল্যাক বিউটি মোনালিসা, ছবি ভাইরাল হতেই নজর কড়েছেন ভক্তদের
অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন