Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকেটের সভাতে বিক্ষোভ বিজেপি কর্মীদের, রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা

এইদিন লকেট চট্টোপাধ্যায়ের কর্মীসভাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হুগলীর পোলবায় চলছিল সভা। সেই সভাতেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই দিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রথমে স্বচ্ছভারত অভিযান করেন…

Avatar

এইদিন লকেট চট্টোপাধ্যায়ের কর্মীসভাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হুগলীর পোলবায় চলছিল সভা। সেই সভাতেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই দিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রথমে স্বচ্ছভারত অভিযান করেন এবং তারপর আসেন পোলবায় তার কর্মীসভাতে। অন্যদিকে সেখানে বিক্ষোভ করেছে তাদের নিজেদের কর্মীরাই। বিজেপি কর্মীদের অভিযোগ, কিছু কর্মীকে এই সভায় ঢুকতে দেওয়া হয়নি।

বিক্ষোভের কারণ হিসেবে উঠে এসেছে কিছু কর্মীদের সভায় ঢুকতে না পারা। তবে আরেকটি কারণ ও উঠে এসেছে। সেখানে কিছু কর্মীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংসদ হওয়ার পর থেকে দেখা যায়নি সাংসদকে। সেই কারণে তাদের উন্নয়নের কাজে এবং লোকের কাছে ভোট চাইতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন তারা। তাদের প্রশ্ন কি করে লোকের কাছে আবার যাবেন তারা? তখন কর্মীসভা থেকে বলা হয় দরজা বন্ধ করার জন্য, যার ফলে বিক্ষোভ ধারণ করে আরও বড় আকার। এর পড়ে বাধ্য হয়ে স্থানে আসে বিজেপির বাকি কর্মীরা। সেই কর্মীরা শান্ত করেন বিক্ষুব্ধ কর্মীদের। সাথে জানান, যদি তাদের কিছু বলার থাকে, তবে নেত্রীকে বলতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইদিন বিক্ষোভকারীরা বলেন, লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায়নি সেই ভোটের পড়ে। যার ফলে তাদের বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে সমস্যা। তবে বিজেপির আরেক দল কর্মীদের অনেকটাই ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে এই কর্মীদের বিরুদ্ধে। তাদের বক্তব্য, সংবাদ মাধ্যমের সামনে এমন বিক্ষোভ করার কোনও প্রয়োজন ছিলনা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ ভোটকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তাদের দলের নেত্রী হিসেবে অন্যতম ভূমিকা পালন করছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে এইবার তার বিরুদ্ধে নিজেদের কর্মীদের বিক্ষোভ অনেকটাই ভাবিয়ে তুলেছে গেরুয়া শিবিরকে। সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

About Author