Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিটেনশন ক্যাম্প ছাড়া সব বিক্রি করে দেবে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন যে, এই সরকার সমস্ত কিছু বিক্রি করে দেবে, পড়ে থাকবে শুধু ডিটেনশন ক্যাম্প। 'বিজেপি দিল্লির নির্বাচনে হেরে…

Avatar

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন যে, এই সরকার সমস্ত কিছু বিক্রি করে দেবে, পড়ে থাকবে শুধু ডিটেনশন ক্যাম্প। ‘বিজেপি দিল্লির নির্বাচনে হেরে যাবে। তারা একে একে সব রাজ্যগুলি হারাচ্ছে, তবু তারা নির্লজ্জ। তারা সবকিছু বিক্রি করবে, পড়ে থাকবে শুধু ডিটেনশন ক্যাম্প।’ নদীয়ায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীসভায় একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও যোগ করেন, ‘তারা এয়ার ইন্ডিয়া, এলআইসিকে বেসরকারীকরণ করছে। এমনকি ভারতীয় রেলেরও বেসরকারীকরণের কথা ভাবছে। আমাদের অর্থ আজ আর নিরাপদ নয়।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন যে, বিজেপি রাজ্যে হিংসার পরিবেশ সৃষ্টি করছে। জনগণকে তাদের কর্মকাণ্ডে নজর রাখা উচিত। ‘বিগত ছয় বছর ধরে বিজেপি কেন্দ্রের সরকারে রয়েছে তবু তারা বাংলাকে কিছুই দেয়নি। নদীয়ায় আমার দলের বেশ কয়েকজন কর্মীকে হত্যা করা হয়েছে। বিজেপি যদি মনে করে যে কেবল হিংসা তৈরি করেই তারা বাংলা জয় করতে পারবে তাহলে ভুল ভাবছে। জনগণকে অবশ্যই তাদের দিকে নজর রাখতে হবে।’ এদিন বলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রাম মন্দিরের পাশাপাশি মসজিদের জন্য ৫ একর জমি দেওয়া হল অযোধ্যায়

সিএএ বিরোধী বিক্ষোভকারীদের উপর ‘গুলি ছোঁড়া’র নিদান দেওয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরকেও আক্রমণ করেন তিনি। ‘শাহীনবাগে মহিলারা বিক্ষোভে বসে আছেন এমনকি আমাদের রাজ্যেও তারা প্রতিবাদ করছেন। এর আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন যে ওদের গুলি করে দাও। এই কথা বলার পরে তিনি কীভাবে তার মন্ত্রীত্বের পদ ধরে রাখতে পারেন? আপনি গিয়ে লোকজনকে গুলি করতে বলবেন, এমন ঘটনা গণতন্ত্রে ঘটতে পারে না।’ বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

About Author