নিউজপলিটিক্সরাজ্য

ব্যারাকপুরে বিজেপি পরিবর্তন যাত্রায় বাঁধা পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

Advertisement
Advertisement

উত্তর ২৪ পরগণা: ব্যারাকপুরে (Barakpure) বিজেপি (BJP) পরিবর্তন যাত্রায় বাঁধা পুলিশের (Police)। ঘোষপাড়া দিয়ে যাত্রায় আপত্তি জানায় পুলিশ প্রশাসন। পরিবর্তন যাত্রা স্থগিত রেখে এই ঘটনায় সাংসদ অর্জুন সিং (Arjun Singh) টুইট (Tweet) করে জানান, হাইকোর্টে (High Court) অভিযোগ দায়েরের পথে বিজেপি।

Advertisement
Advertisement

এদিকে গতকাল বিজপুর এলাকায় পুলিশ কর্মীদের সাথে ধুন্দুমার বাঁধে বিজেপি দলের। লাঠি চার্জও করে পুলিশ। প্রবেশ করতে দেওয়া হয়নি ‘পরিবর্তন রথ’কে কাঁচড়াপাড়া শহরে, এর ফলে কৈলাস বিজয়বর্গী সহ অন্যান্য বিজেপি নেতারা রথের সামনেই বিক্ষোভে বসেন। পুলিশের হস্তখেপের ফলে তারা রথ ছারাই মিছিলের ডাক দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ পথে হয়ে, প্রবেশ করেন কাঁচড়াপাড়া। সেখানে এক সভার আয়োজন করে সেদিনের মত কর্মসূচী স্থগিত হলেও, আজ ফের পুলিশের সাথে গণ্ডগোল বাঁধে বিজেপির।
পুলিশ প্রশাসনের আশঙ্কা, ঘোষপাড়া রোড দিয়ে রথ নিয়ে গেলে সেখানে বাঁধতে পারে গণ্ডগোল। এছারাও রাস্তা সঙ্কীর্ণ হওয়ায় সমস্যার মুখমুখি হতে পারেন বহু মানুষ। এই কারনেই শেষে বাতিল করে দেওয়া হয় বিজেপির যাত্রার অনুমতি। কিন্তু, এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা বলে দাবি করছেন বিজেপি দল নেতারা ও সমর্থকরা। তাদের দাবি, পূর্বেই তাদের যাত্রার কর্মসূচী নির্ধারিত ছিল, তারা আজ তৃতীয় রথ যাত্রার দিনে কাঁচড়াপাড়া থেকে ব্যারাকপুরে প্রবেশ করতেন। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ প্রশাসন বাঁধা দেয় তাদের।মুখ্যমন্ত্রির হাত আছে এতে বলেও দাবি করেন তারা।

Advertisement

রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং টুইটে জানান্, আজ ব্যারাকপুরের রথ যাত্রা স্থগিত থাকলেও, জেপি নাডডা –র কর্মসূচী থাকবে অটুট। আজ ঋষি বঙ্কিম চন্দ্রের জন্ম পীঠে আসার কথা জেপি নাডডার, সেখান থেকে যাবেন নৈহাটির গৌরীপুরে, তারপর যাবেন আনন্দপুরে সভায়। শেষে যাবেন বিভূতি বন্ধপাধ্যায়ের বাড়ি। অর্থাৎ জেপি নাডডার কর্মসূচী যেমন ছিল তেমনই থাকবে কিন্তু রথ সংক্রান্ত অনুষ্ঠান থাকবে স্থগিত। এদিকে হাইকোর্টে এই ঘটনার জন্য অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় বিজেপি কর্মীরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button