নিউজপলিটিক্সরাজ্য

বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৪০ এর বেশি আসনে থাকবে গেরুয়া শিবিরের অধিকার, দাবি দিলীপের

Advertisement
Advertisement

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর বাংলার গেরুয়া শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলই তাদের নির্বাচন স্ট্রাটেজি তৈরিতে ঝাঁপিয়ে পড়েছে। স্ট্র্যাটিজি তৈরির লড়াইয়ে এগিয়ে আছে গেরুয়া শিবির। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে নির্বাচনে বিজেপির ২০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। এরপর মাদারিহাটের একটি চায়ে পে চর্চা তে গিয়ে বিজেপির বাংলা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উত্তরবঙ্গে বিজেপির লক্ষ্যমাত্রা বেঁধে দিল।

Advertisement
Advertisement

বাংলা বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ২৯৪ টি আসন আছে। তারমধ্যে উত্তরবঙ্গে রয়েছে ৫৪ টি আসন। অন্যদিকে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮ টি লোকসভা কেন্দ্র উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল বিজেপির উত্তরবঙ্গের শক্তির পরিচয় দিয়েছিল। ৮ টি আসনের মধ্যে ৭ টি ছিল বিজেপির দখলে। ফলে এটা ধরে নেওয়া যায় উত্তরবঙ্গে গেরুয়া শিবির বিধানসভা নির্বাচনের বেশ ভালই আসন পাবে।

Advertisement

মাদারিহাটের চায়ে পে চর্চা তে বাংলা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উত্তর বঙ্গে বিজেপি লক্ষ্যমাত্রা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে জবাব দিয়েছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৪০ এর বেশি আসন থাকবে বিজেপির দখলে। তিনি জানান এই টার্গেট অনেকদিন আগে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকের মাধ্যমে স্থির হয়েছিল। বৈঠকে বাংলা বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, বিশপ্রকাশ প্রমুখরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

বরাবরই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। আগামী লোকসভা নির্বাচনে ৮ টি মধ্যে ৭ টি আসন ছিল বিজেপির দখলে। এটি বিধানসভা নির্বাচনের নিরিখে দেখতে গিয়ে হিসাব করলে দেখা যায়, বিজেপি ৫৮ আসনের ৩৭ আসন পাবে। তাই পরিসংখ্যান দেখেই গেরুয়া শিবির তাদের লক্ষ্যমাত্রা আরেকটুখানি বেশি রেখেছে। তাদের বিশ্বাস উত্তরবঙ্গে তারা ৪০ এর বেশি আসন পাবে।

অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল দাবি করেছে উত্তরবঙ্গের তারা ৪০ এর বেশি আসন পাবে। ইতিমধ্যেই নাকি তাদের হাতে ২২ টি আসন আছে। তারা বিদ্রূপের সুরে জানিয়েছে, বিজেপির পক্ষে উত্তরবঙ্গে অতগুলি আসন পাওয়া সম্ভব নয়। রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছে আগামী বিধানসভা নির্বাচনে ২৬০ এর বেশি আসন নিয়ে আবারও রাজ্যে সরকার গড়বে মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Related Articles

Back to top button