Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“বিজেপি মানেই চমক”, প্রাতঃভ্রমণে গিয়ে অমিত শাহের বাংলা সফর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে প্রায় প্রতিদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের…

Avatar

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে প্রায় প্রতিদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ হানেন। আজ অর্থাৎ শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে গিয়ে অমিত শাহের বাংলা সফর নিয়ে বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সেই সাথে তিনি একাধারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) যেমন কটাক্ষ করেছেন আবার ঠিক তেমনি বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে বক্তব্য রেখেছেন।

আজ অর্থাৎ শুক্রবার সকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকো পার্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দেন তা তিনি কখনও পূরণ করেন না। সেই কারণে বাংলার মানুষ হতাশ হয়ে পড়ছে। বাংলার মানুষের সহ্য সীমা পার হয়ে গিয়েছে।” পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “এরা অনেক সহ্য করেছে। এভাবে চলতে দেয়া যেতে পারে না।” সেই সাথে তিনি বলেছেন বিজেপি সরকার ক্ষমতায় এলে তারা পার্শ্বশিক্ষকদের সুবিচারের চেষ্টা করবে। এছাড়াও তিনি অভিযোগ জানিয়েছেন যে, “মুখ্যমন্ত্রী নিজের সুবিধার জন্য সাধারণ মানুষকে বিপদে ফেলে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও প্রাতঃভ্রমণে দাঁড়িয়ে আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর নিয়ে বেস্ট ইঙ্গিতপূর্ণ মতবাদ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, “বিজেপি মানেই চমক। এখন তো বহু নেতা গেরুয়া শিবিরে আসবে। একটু অপেক্ষা করুন।” দিলীপ ঘোষের এই বক্তব্যের মাঝে স্পষ্টই বোঝা যাচ্ছে এবারের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরে আবারও একঝাঁক তৃণমূল নেতা-কর্মী হয়তো গেরুয়া শিবিরে নিজেদের নাম লেখাবেন। এছাড়াও এদিন দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ এর বিতর্কিত সায়নী ঘোষের প্রসঙ্গে কুরুচিকর মন্তব্যের জবাব দিয়ে বলেছেন, “যে যে ধরনের লোক তার সাথে তেমন ভাবে কথা বলা উচিত। তবে আমি এটা মানছি যে সকলকে সাবধান থাকতে হবে কারণ আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে। আমাদের এই কথাটা মাথায় রেখে বক্তব্য দিতে হবে।”

About Author