Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপির নতুন থিম সং ‘পিসি যাও যাও যাও’

নয়াদিল্লি: নির্বাচনে (Election) তৃণমূল-বিজেপি-বাম (TMC-BJP-CPIM) লড়বে তো একে অপরের সঙ্গে। তাহলে কোনও পয়েন্টে পিছিয়ে থাকা যায় কীভাবে। ক্ষমতায় এলে মমতার. (Mamata Banerjee) সরকারের উন্নয়নকে ঠিক কোন কোন জায়গায় এগিয়ে দেবেন…

Avatar

নয়াদিল্লি: নির্বাচনে (Election) তৃণমূল-বিজেপি-বাম (TMC-BJP-CPIM) লড়বে তো একে অপরের সঙ্গে। তাহলে কোনও পয়েন্টে পিছিয়ে থাকা যায় কীভাবে। ক্ষমতায় এলে মমতার. (Mamata Banerjee) সরকারের উন্নয়নকে ঠিক কোন কোন জায়গায় এগিয়ে দেবেন সেসবের তালিকা তো প্রতিবারের বাংলা ভ্রমণে দিয়ে যাচ্ছেন বিজেপির নেতা মন্ত্রীরা। এবার টুইট (Tweet) ট্রেন্ড ফেলে রেখে জাস্ট কয়েক ঘন্টার মাথায় বের করে ফেললো নিজেদের থিম সং। আর উন্নয়নের হিসেব পাশে সরিয়ে রেখে যেভাবে বাংলার সব দল নিজেদের স্লোগান থিম সং (Theme Song) নিয়ে গবেষণামূলক কাজকর্ম এবং আনুষ্ঠানিক প্রকাশ করছেন সাধারণ মানুষ বলেছেন, ভোট বড়ো বালাই!

কয়েকদিন আগেই মা মাটি মানুষ আর দিদিকে নিয়ে গান প্রকাশ হয়েছে তৃণমূলের তরফে। প্রচন্ড রিদিমের গান “বন্ধু এবার খেলা হবে” খুব অল্প সময়েই ভাইরাল হয়েছে বাংলায়। শুধু তৃণমূল নয় সব দলই নিজেদের মতো করে ব্যাবহার করেছে এই স্লোগানকে। উঠেছে আবার কপিরাইট ইস্যুও। এসবের সঙ্গে একে অপরকে দোষারোপ, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চলছিল বাংলা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু চমক তৈরি হয়েছে কাল থেকে। কাল রাতে প্রকাশ পেয়েছে বামেদের ব্রিগেড সং। ২৮ এর আবেগের ব্রিগেডের আগেই জনপ্রিয় টুম্পা গানের সুরে প্যারোডি বানিয়েছে বামেরা। নিয়োগ আর চাকরি পেতে ২৮এর ব্রিগেডে টুম্পাও আসছে ব্রিগেডে। মুহূর্তে ভাইরাল হয়েছে টুম্পার মডিফায়েড ভার্সনও। এসবের মধ্যেই আজ শনিবারের বারবেলা থেকে চমকের পর চমক দিচ্ছে বাকি দল গুলি।

প্রথমেই নিজেদের পূর্ব পরিকল্পনা মতো, তৃণমূল প্রকাশ্যে এনেছে নিজেদের নতুন স্লোগান। সঠিক ব্যাখ্যা দিয়েছে স্লোগানের। রাজ্য সরকার জানে এই মুহূর্তে বাংলায় যদি তৃণমূলকে ফিরিয়ে আনতে সবথেকে বড়ো ফ্যাক্টর কিছু হয় তাহলো মমতা বন্দোপাধ্যায়। এই একটা মানুষই নিজের ক্যারিশমা দিয়ে বাংলায় আবার একবার নিজের দলকে ফিরিয়ে আনতে পারেন। তাই তৃণমূলের ২১এর নির্বাচনী স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়”।

টুম্পার ব্রিগেড যাওয়ার পাশাপাশি বাংলার মেয়েকে নিয়েও কম চর্চা হয়নি। বিরোধী দলেরা কটাক্ষ করেছে বিস্তর। তবে সেসবের মধ্যে প্রশ্ন উঠছিল একটাই, বাম তৃণমূল এর আগেও বাংলায় বিধানসভা লড়েছে। প্রতি বারে নতুন নতুন স্লোগান উঠেছে। কিন্তু বিরোধী হিসেবে বাংলায় এই প্রথম ভোট লড়বে বিজেপি। অথচ সেরকম কোনো উদ্যোগ কই!

ভাবতে ভাবতেই রাত হতেই এসে গেলো বিজেপির চমক। ইতালিয়ান গান “বেলা চাও” এর সুরে “পিসি যাও” বলে গান বানিয়ে প্রচার করেছে বিজেপি। সন্ধ্যার টুইট ট্রেন্ডের পর সোশ্যাল মিডিয়ার হেড অমিত মালব্য টুইট করেন এই থিম ভিডিও।

তবে থিম সং – এ সুরের দিক থেকে আলাদা পথে হেঁটেছে বিজেপি। যেখানে খেলা হবে বা টুম্পা প্রচন্ড হাই রিদিমের গান সেখানে পিসি যাও তুলনায় শান্ত গান। ভিডিতেও বাংলার একাধিক স্থাপত্যের ওপর কালো রিং দিয়ে একে একে উঠছে তাঁদের দাবী আর কটাক্ষ।

About Author