Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মমতার ফোনে অবৈধভাবে আড়িপাতা হচ্ছে, অডিও কাণ্ড নিয়ে কমিশনে নালিশ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস

গতকাল ভারতীয় জনতা পার্টি প্রকাশ করেছিল একটি ভাইরাল অডিও ক্লিপ। এই অডিও ক্লিপে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কে শুনতে পেয়েছি কোচবিহারের তৃণমূল কর্মীদের হত্যা নিয়ে তিনি একটি মিছিল করার কথা বলছেন।…

Avatar

By

গতকাল ভারতীয় জনতা পার্টি প্রকাশ করেছিল একটি ভাইরাল অডিও ক্লিপ। এই অডিও ক্লিপে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কে শুনতে পেয়েছি কোচবিহারের তৃণমূল কর্মীদের হত্যা নিয়ে তিনি একটি মিছিল করার কথা বলছেন। বিজেপির আইটি সেল এর অধ্যক্ষ অমিত মালব্য এই অডিও ক্লিপ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কটাক্ষ করেন, শীতলকুচি ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে ভোটের ধর্মীয় মেরুকরণ চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি দাবি তোলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন।

আর এবারে সেই অডিও ক্লিপ নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে অবৈধ এবং বেআইনিভাবে আড়িপাতা হচ্ছে। তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন, যশবন্ত সিনহা এবং পূর্ণেন্দু বসু এই ঘটনার উপযুক্ত তদন্ত করার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তাদের দাবি, মমতার ফোন বিজেপি নেতারা অবৈধভাবে ট্যাপ করছেন। তারা দাবি জানিয়েছেন, এই ঘটনা ১৮৮৫ সালের

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টেলিগ্রাফ আইন, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন এবং ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির বিরুদ্ধাচরণ করা হয়েছে। মামলা দায়ের করে এর তদন্ত হওয়া উচিত বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সদস্য পূর্ণেন্দু বসু প্রশ্ন তুলেছেন, “মমতার কোন যদি ট্যাপ নাই হবে তাহলে কিভাবে একটি রাজনৈতিক দলের কাছে দলীয় প্রার্থীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিও ক্লিপ পৌঁছে যায়?” অবশ্য শাসক দলের তরফে কমিশনে নালিশ জানানোর আগেই টুইটারে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “কেন্দ্র কি বর্তমান মুখ্যমন্ত্রীর ফোনের ব্যক্তিগত কথোপকথন ট্যাপ করছে নাকি? একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করার এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য ক্ষমতা চূড়ান্ত অপব্যবহার করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”

About Author