অরূপ মাহাত: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জোট করে লড়েছিল বিজেপি ও শিবসেনা। উল্টোদিকে জোট করে লড়াইয়ে নেমেছিল কংগ্রেস, এনসিপি-ও। বিধায়ক সংখ্যার বিচারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি-শিবসেনা জোট। তবুও ১৯ দিন ধরে কোনও দলই সরকার গঠন করতে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি করেন রাজ্যপাল ভগত সিং কোশারী।
আরব সাগরের তীরের এই রাজ্যে বিজেপিকে রুখতে সমস্ত অ-বিজেপি দলগুলো জোটবদ্ধ হচ্ছে বলে খবরে প্রকাশিত হয়েছিল। শিবসেনা মুখ্যমন্ত্রীত্বের দাবিতে এনডিএ জোট ছেড়ে এনসিপি-কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করতে চলেছে। নিজেদের মধ্যে মন্ত্রীসভার ভাগ বন্টন নিয়েও আলোচনা সম্পন্ন হয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছিল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু জল্পনা বেড়েছে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লীতে আসা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের এক মন্তব্যে। মহারাষ্ট্রে জোট সরকারের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পাওয়ার বলেন, ‘বিজেপি ও শিবসেনা জোট করে বিধানসভায় লড়াই করেছে। এবার ওরা ওদের নিজেরটা দেখে নিক। এনসিপি ও কংগ্রেস নিজেদেরটা দেখে নেবে।’ এনসিপি সুপ্রিমোর এই মন্তব্যকে ঘিরে সরকার গঠন নিয়ে জটিলতা বাড়ছে মহারাষ্ট্রে। তবে এবিষয়ে শিবসেনার পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।